ড. আল্লামা ইকবাল (রহঃ) বলেনঃ-
"ধর্ম শুধু কিতাব সমূহে তালাশ করো না,কিতাব দ্বারা শুধু বিদ্যা ও বিজ্ঞান অর্জিত হয় কিন্তু দ্বীন অর্জিত হয় কামেল ব্যক্তিদের কৃপা দৃষ্টিতে।যদি কোরআনের অনুবাদ পড়ে ধর্ম অর্জিত হতো তাহলে আবু জাহেল, আবু লাহাব ও ইবলিশরা প্রথম স্তরের ঈমানদার হতো, কারণ তারা অনুবাদ জানত। তারা শুধু নবী করিম ﷺ হতে ফয়েজ হাসিল না করার কারণে ধ্বংস হয়েছে।"