আল্লাহ, তাঁর রাসুল ﷺ এবং পাশাপাশি ইমামদের অনুসরণ করার নির্দেশ!! 

আল্লাহ তা'য়ালা বলেন, "হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য কর আল্লাহর ও আনুগত্য কর রাসুলের এবং তোমাদের মধ্যে হতে "উলিল আমর"দের"। (সূরা নিসা, আয়াতঃ ৫৯)

উলিল আমর কারা? 

➤ ইমাম আবু আ'লীয়া বলেন, "নিশ্চয়ই আলেমগণ, যারা আহকামে শরীয়তের মাসায়ালা বের করতে পারেন অর্থাৎ মুজতাহিদ"। (তাফসিরে রুহুল মা'য়ানী ৬/১০৫)


➤➤ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, "দ্বীনের (মুজতাহিদ) ফুকাহাগণ"। [১]

➤➤ হযরত আব্দুল্লাহ ইবনে জাবির (রাঃ) বলেন, "ফুকাহাগণ"। [২]

➤➤ তাবেয়ী ইমাম মুজাহিদ (রহঃ) বলেন "তারা হলেন, ফকিহ এবং আলেমগণ"। [৩]

➤➤ ইমাম আ'তা (রহঃ) বলেন, "ইলম এবং ফিকাহ বিশেষজ্ঞগণ"। (সুনানে দারেমী হাঃ ২২৫)

উক্ত আয়াত ও তাফসিরের আলোকে সুস্পষ্ট যারা মাযহাব অনুসরণ করেন মূলত সঠিক পথে রয়েছে। 

[১][২][৩] তথ্যসূত্রঃ ইমাম হাকেম "মুস্তাদরাক" ১/১২৩, মুসান্নাফে ইবনে আবি শায়বা ১২/২১৩, তাফসিরে তাবারী ৭/১৮০, তাফসিরে ইবনে আবি হাতেম হাঃ ৫৫৩৩, ৫৫৩৫, তাফসিরে ইবনে কাসীর ২/৩৪৫, তাফসিরে আদ দুররে মানছুর ৪/৫০৫, তাফসিরে কুরতুবি ৬/৪৩০।
Top