রাসূল ﷺ রুটি দিলেন, আমি খেলাম............

ইমাম যাহাবী রহিমূহুল্লাহ ইমাম সুলামীর তাবাকাতুস সুফিয়াহ হতে তার তারীখুল ইসলাম গ্রন্থে উল্লেখ করেন যে,  বিখ্যাত বুযুর্গ সূফি হযরত আবুল খায়ের আকতা রহিমূহুল্লাহ  (৩৭৪ হি,) বলেন , "আমি রাসূল ﷺ এর মদীনায় প্রবেশ করলাম এমতাবস্থায় যে খুবই ক্ষুধার্ত ছিলাম। পাঁচদিন যাবৎ খাওয়ার মত কিছু পাইনি। তখন আমি রাসূল ﷺ এর কবরের কাছে গিয়ে নবীজী ﷺ ও আবু বকর ও উমর রা, কে সালাম দিলাম আর বললাম,  হে আল্লাহর রাসূল ﷺ আজ রাতে আমি আপনার মেহমান। 

হযরত আবুল খায়ের রহ, বলেন, আমি মিম্বরের পিছে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে রাসূল ﷺ কে দেখলাম। আবু বকর রা, উনার ডানে ও উমর রা, বামে ছিলেন। আলী রা, হুজুরের সামনে ছিলেন। আলী রা, আমাকে নাড়া দিয়ে বললেন, আরে দাড়াও, রাসূল ﷺ এসে গেছেন। 

আমি সাথে সাথে দাড়িয়ে গেলাম ও রাসূল ﷺ এর দু চোখের মাঝে চুমো খেলাম। রাসূল ﷺ আমাকে একটা রুটি দিলেন,  আমি অর্ধেক খেয়ে নিলাম। এরপর ঘুম থেকে উঠে দেখি বাকি অর্ধেক রুটি আমার হাতে রয়ে গেছে"। 

[ তথ্যসূত্রঃ তারিখুল ইসলাম, খন্ড নং  ৭, পৃষ্ঠা নং ৯২০ ]
রাসূল ﷺ রুটি দিলেন, আমি খেলাম............ ইমাম যাহাবী রহিমূহুল্লাহ ইমাম সুলামীর তাবাকাতুস সুফিয়াহ হতে তার তারীখুল ইসলাম গ্রন্থে উল্লেখ করেন যে, বিখ্যাত বুযুর্গ সূফি হযরত আবুল খায়ের আকতা রহিমূহুল্লাহ (৩৭৪ হি,) বলেন , "আমি রাসূল ﷺ এর মদীনায় প্রবেশ করলাম এমতাবস্থায় যে খুবই ক্ষুধার্ত ছিলাম। পাঁচদিন যাবৎ খাওয়ার মত কিছু পাইনি। তখন আমি রাসূল ﷺ এর কবরের কাছে গিয়ে নবীজী ﷺ ও আবু বকর ও উমর রা, কে সালাম দিলাম আর বললাম, হে আল্লাহর রাসূল ﷺ আজ রাতে আমি আপনার মেহমান। হযরত আবুল খায়ের রহ, বলেন, আমি মিম্বরের পিছে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে রাসূল ﷺ কে দেখলাম। আবু বকর রা, উনার ডানে ও উমর রা, বামে ছিলেন। আলী রা, হুজুরের সামনে ছিলেন। আলী রা, আমাকে নাড়া দিয়ে বললেন, আরে দাড়াও, রাসূল ﷺ এসে গেছেন। আমি সাথে সাথে দাড়িয়ে গেলাম ও রাসূল ﷺ এর দু চোখের মাঝে চুমো খেলাম। রাসূল ﷺ আমাকে একটা রুটি দিলেন, আমি অর্ধেক খেয়ে নিলাম। এরপর ঘুম থেকে উঠে দেখি বাকি অর্ধেক রুটি আমার হাতে রয়ে গেছে"। [ তথ্যসূত্রঃ তারিখুল ইসলাম, খন্ড নং ৭, পৃষ্ঠা নং ৯২০ ]
Top