ঈদের নামাযে অতিরিক্ত তাকবীর দেয়া ভুলে গেলে:

১. তাকবীরে তাহরীমার পরে অতিরিক্ত তাকবীর না বলে ইমাম যদি ফাতিহা পড়া শুরু করেন এমতাবস্থায় রুকূতে যাওয়ার পূর্বে ৩ তাকবীর দিয়ে নেবেন। আর যদি রুকূতে গিয়ে স্মরণ হয় তাহলে রুকূ অবস্থায় ৩ তাকবীর আদায় করবেন। তাকবীর বলার জন্য রুকূ থেকে উঠার প্রয়োজন নেই।


২. যদি দ্বিতীয় রাক'আতে অতিরিক্ত তাকবীর না দিয়ে ভুলে রুকূতে চলে যান তাহলে তিনি রুকূতেই তাকবীর বলবেন। সোজা হয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই। আর যদি তাকবীর বলে রুকূ থেকে মাথা উঠান তাহলে সোজা হয়ে তাকবীর বলবেন এবং পুনরায় রুকু করবেন; কিন্তু তাকবীর বলায় পুনরায় কিরাআত পড়তে হবে না। 
রেফারেন্স: ফতোয়া ই আলমগীরি, ১ম খন্ড।
Top