দিন-দিন গুণাহের অতল গহ্বরে যেন হারিয়ে যাচ্ছি। আল্লাহর সাথে দূরত্বটা যেন দিন-দিন বেড়েই যাচ্ছে। অন্তর কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে।
রবের ভয়ে চোখ আর অশ্রুসিক্ত হয় না! দ্বীনের সুবাসিত শীতল হাওয়া হৃদয়ে আর প্রভাব ফেলে না! কোরআনুল কারীম এর মিষ্টিমধুর তিলাওয়াত অন্তরকে আর বিগলিত করে না! মদীনার স্মরণ যেন আর হৃদয়কে ব্যাকুল করে তোলে না! আপনি ভেবে যাচ্ছেন, গুণাহ করছি অনায়াসে। কই আযাব তো আসে না? উপভোগ তো করার সময় এখনই। ভাই আমার, এর চেয়েও বড় আযাব কি? আল্লাহর সাথে আপনার দূরত্ব তৈরী হয়ে গেছে। নেক আমলের তৌফিক ছিনিয়ে নেয়া হয়েছে। নেক আমলে আর তৃপ্তি আপনি পান না। কোথায় আপনার ঈমানের নিরাপত্তা? কোথায় আপনার সুন্দর জীবনের নিশ্চয়তা?
লোক সম্মুখে গুণাহ করতে লজ্জা হয়। রাতের আধার ঘনিয়ে আসলে, দরজা বন্ধ করে পর্দা টেনে দিয়ে, হারিয়ে যেতে লাগলেন গুণাহের অন্ধকারাচ্ছন্ন দুনিয়ায়। ধারণা কেউ তো আমায় দেখছে না...! ঠিক এই সময় হয়তো আপনার রব বলছেন–
'মুমিনগণ, তোমরা আল্লাহ তা'আলাকে ভয় কর। প্রত্যেক ব্যক্তির উচিত, আগামী কালের জন্যে সে কি প্রেরণ করে, তা চিন্তা করা। আল্লাহ তা'য়ালাকে ভয় করতে থাক। তোমরা যা কর, আল্লাহ তা'আলা সে সম্পর্কে খবর রাখেন।' -সূরা হাশর, আয়াত: ১৮
হায়! কেমন দূর্ভাগা আমরা লোকলজ্জার ভয়ে তাদের সামনে গুণাহ ছাড়তে পারি, আর ভুলে যাই আমার সৃষ্টিকর্তা মহাপরাক্রমশালী আল্লাহ তায়ালা আমাকে দেখেছেন। আল্লাহ তায়ালা আবারও জানাচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন–
'তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহ তা'আলাকে ভুলে গেছে। ফলে আল্লাহ তা'আলা তাদেরকে আত্ন বিস্মৃত করে দিয়েছেন। তারাই অবাধ্য।' -সূরা হাশর, আয়াত: ১৯
~ স্বাধীন আহমেদ আত্তারী