মাস'আলা ০১ঃ প্রাপ্ত বয়স্ক ব্যক্তির অট্টহাসি, এমনভাবে হাসি আসলো যা আশেপাশের লোকেরা শুনতে পায়।জাগ্রত অবস্থায় রুকু সিজদা বিশিষ্ট নামাজে হলে, অযু ভঙ্গ হবে; এমনকি নামাজও ফাসেদ(ভেঙে) হবে।
√ফতওয়ায়ে শামী, কিতাবুত তাহারাত,১/৩০০ পৃঃ
√ফতওয়ায়ে হিন্দিয়া, কিতাবুত তাহারাত, ১/১২ পৃঃ,
মাস'আলা ০২ঃ শয়নে নামাজের মধ্যে বা জানাজার নামাজে অথবা তিলওয়াতে সিজদায় অট্টহাসি দিলে অযু যাবে না। নামাজ ও সিজদা ফাসেদ(ভেঙে) হবে।
√ফতওয়ায়ে হিন্দিয়া, কিতাবুত তাহারাত, ১/১২ পৃঃ,
√ফতওয়ায়ে শামী, কিতাবুত তাহারাত,১/৩০০ পৃঃ
মাস'আলা ০৩ঃ এমনভাবে আওয়াজ করে হাসলো, যা নিজে শুনতে পায়।পাশ্ববর্তীরা শুনতে না পায়। তখন অযু যাবে না, নামাজ ভঙ্গ হবে।
√ফতওয়ায়ে হিন্দিয়া, কিতাবুত তাহারাত, ১/১২ পৃঃ,
√ফতওয়ায়ে শামী, কিতাবুত তাহারাত,১/৩০০ পৃঃ
মাস'আলা ০৪ঃ দাঁত বের করে মুচকি হাসলে, যদি মোটেই শব্দ না হয়। তাহলে নামাজও যাবে না, অযুও যাবে না।
√ফতওয়ায়ে হিন্দিয়া, কিতাবুত তাহারাত, ১/১২ পৃঃ,