“তেমনি যে ব্যক্তি আল্লাহ তায়ালার পথ হারিয়েছে এবং তা থেকে দূরে সরে গেছে, সে মানুষের রাস্তায় বসে গেছে। আল্লাহ তায়ালা যার কল্যাণ চান তার জন্যে মানুষের দুয়ার বন্ধ করে দেন।
তারা যাতে তাকে কিছু না দেয় সে ব্যবস্থা করেন এবং এভাবে তাকে নিজের দিকে নিয়ে আসেন। তাকে জলাশয় থেকে সরিয়ে এনে সমুদ্রের তীরে দাঁড় করান। অসার বস্তু থেকে তাকে উদ্ধার করে আসল বস্তুর দিকে নিয়ে আসেন।
তোমার ওপর আফসোস যে, শীত মৌসুমে তুমি জলাশয়ের পাশে বসে পরিতৃপ্ত রয়েছ। শীঘ্রই গ্রীষ্মকাল আসবে। তোমার সামনে যেটুকু পানি দেখছ, তা শুকিয়ে যাবে। ফলে তুমি সেখানেই মরে পরে থাকবে। তাই সাগরের পাড়ে এসে দাঁড়াও। গরমে তার পানি শুকাবে না। শীতেও পানির ঘাটতি হবে না। আল্লাহ পাকের সাহচর্য অবলম্বন করো। ধন, সম্মান, নেতৃত্ব, কর্তৃত্ব ও পথিকৃৎ হবার মর্যাদা অর্জিত হবে। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে থেকে ধনী হয়েছে, সবকিছুই তার মুখাপেক্ষী হয়ে গেছে।
এ বস্তু প্রদর্শনী বা কামনা দ্বারা অর্জিত হয় না। অর্জিত হয় যা মনের মণিকোঠায় ঠাই নেয় তা দিয়ে এবং কাজকর্ম যার সত্যতার সাক্ষ্য দেয়।”
~ বড়পীর শায়খ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ