Lol- শব্দটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এক প্রকার বিভ্রান্তির উদয় দেখতে পেলাম। এক শ্রেণীর ধার্মিক এটার ফুল ফর্ম হিসেবে— 'Lucifer our Lord' [নাউজুবিল্লাহ] শব্দটি নিয়েছেন। এবং এই শব্দটি ব্যবহারে মারাত্মকভাবে নিষেধাজ্ঞাও জারি করেছেন। এ কাজটির দ্বারা নিজেকে দ্বীনের অনেক বড় সংস্কারক বলেও ধারণা করছেন অনেকে।
আদৌও কোথাও 'Lol' শব্দটির এই অর্থ অন্তত আমি পাই নি। জানি না তারা কোথা থেকে এটি আবিষ্কার করেছেন। হয়তো কারো টাইমলাইনে পেয়েছেন এবং সেটার প্রচার শুরু করে দিয়েছেন। এই শব্দটি সম্পর্কে 'গুগল ট্রান্সলেট' এবং 'গুগল সার্চ' ইঞ্জিনে সার্চ করেছিলাম।
গুগল ট্রান্সলেট বলছে:
Lol- এর বাংলা অর্থ- হাঃ হাঃ হাঃ [ha ha ha].
গুগল বলছে:
Lol is an acronym of 'Laugh out Loud'. Lol is one of the most common slang terms in electronic communications. Even though it means laugh out loud, lol is mostly used to indicate smiling or slight amusement.
[চাইলে আপনিও সার্চ করে দেখে নিতে পারেন।]
আমি বলছি না আপনি 'Lol' শব্দটি ব্যবহার করুন। আমি নিজেও আজ অব্দি এটার ব্যবহার করি নি। এটা করা বা না করা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এটিকে কেন্দ্র করে নিজেকে এবং ইসলামকে মানুষের সামনে হাসির পাত্র বানাবেন না।
~স্বাধীন আহমেদ