মওলানা রূমী (রহ.) মসনবীতে ❝আমিরে মুয়াবিয়া রা: এবং শয়তানের বাদানুবাদ❞ অধ্যায়ে স্থানে স্থানে মুয়াবিয়াকে ❝আমিরুল মুমিনীন❞ শব্দ দ্বারা ভূষিত করেছেন। মুয়াবিয়াকে রা: ❝মুমিনদের মামা❞ বলেছেন।
মওলানা রূমী (রহ.) মনগড়া কথা বলেন নি। কেননা,
ইমাম আবদ ইবনু হুমাইদ, ইমাম মুনযির প্রমুখ স্বীয় তফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা: সুরা মুমতাহিনা শরীফের ৭ম আয়াতের তফসিরে বলেন, ❝নবীজী ﷺ হযরত উম্মে হাবিবা সালামুল্লাহি আলাইহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।এতে তিনি 'উম্মুল মুমিনীন' বা 'মুমিনদের মা' হলেন এবং হযরত মুয়াবিয়া রা: 'খালুল মুমিনীন' বা মুমিনদের খালুজান/মামা হয়ে গেলেন❞।
[➤১।সীরাতুন নবী,৩/২৭২, ইমাম ইবনে কাসির
➤২।মুখতাসারুত তারিখে দামেষ্ক,১/১৫১, ইবনে মানজুর আফ্রিকী
➤৩।তাফসিরে দুররুল মানসুর,৬/২০৫, ইমাম জালালুদ্দিন সূয়ুতি
➤৪।আল কামিল ফিদ্ব-দ্বু'আফাইর রিজাল,৬/২১২৯, ইমাম ইবনে আদী
➤৫।দালায়েলুন নবুয়ত, ৩/৩৫৯, ইমাম বায়হাকী
➤৬।তারিখে দামেষ্ক,৩/২০৭, ইমাম ইবনু আসাকির
➤৭।তফসিরে ফতহুল ক্বদীর, ২/৮১৮, কাযী শাওক্বানী]