উমর (রা.) আমার সাথে!
-----------------------------------

প্রিয় রাসূল ﷺ ইরশাদ করেন, উমর আমার সাথে আমি উমরের সাথে, আমার পর সত্য উমরের সাথেই থাকবে। তিনি যেখানে থাকুন না কেন।

[রেফারেন্স: ইমাম সুয়ূতী, জামেউস সগীর, ২ খন্ড, ৬৬ পৃ:, হা নং ৮২৪৪, ইবনে হাজার মক্কী, আস-সাওয়ায়িকুল মুহরিকা, ৯৭ পৃ:, ইমাম তাবরানী, মু'জামুল আওসাত, ৩/১০৪ পৃ:, হা নং ২৬২৯, ইমাম আবু নুয়াইম ইস্পাহানী, ফাযায়েলে খুলাফায়ে রাশেদিন, ১/৩৯ পৃ:, হা নং ১১, মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, কানযুল উম্মাল, ১১/৫৭৭ পৃ:, হা নং ৩২৭৩৫, ইমাম সুয়ূতী, জামেউল আহাদিস, ১৪/৩১৪ পৃ:, হা নং ১৪৩৭৬]

হযরত ওসমান (রা.)'র সুপারিশ।
----------------

হযরত হাসান (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ﷺ ইরশাদ করেন, কেয়ামতের দিন ওসমান (রা.) রবীয়া ও মুদার গোত্রের লোকের সমপরিমাণ লোকের জন্য সুপারিশ করবেন।

[রেফারেন্স: ইমাম আহমদ ইবনে হাম্বল: ফাযায়েলুস সাহাবা, ১/৫২৩ পৃ:, হা নং ৮৬৬]

রাসূল ﷺ'র বন্ধু।
-------------------------

হযরত জাবির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ﷺ হযরত ওসমান (রা.)-কে সম্বোধন করে বলেন, তুমি দুনিয়াতে আমার বন্ধু এবং আখেরাতেও আমার বন্ধু।

[রেফারেন্স: ইমাম আহমদ ইবনে হাম্বল: ফাযায়েলুস সাহাবা, ১/৫০৩ পৃ:, হা নং ৮২১]

✍🏻 M.S.R
Top