বিজয় উৎসব
কবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান
----------------
নবির ﷺ বাগানে ফোটে যত প্রেমবৃক্ষ সারি সারি
ফুল তারি সব তারকা প্রভা, আঁধার পথের দিশারি।।
ব্যাথা ভুলান,তোমার গোলাম আছে বিপদের খাদে
ধর্ম নিয়ে করছে ব্যবসা ভ্রান্তরা মতবাদে।।
নায়েবে রসুল ﷺ,করবে উসুল, ভ্রান্ত-বাতিলের প্রতিস্বর-
দিকে দিকে আজ-কান্না আওয়াজ, আর চিৎকার নিস্বর।।
জঙ্গির মারামারি-রগ কাটাকাটি,এটাই কি ধর্মদ্বীন?
হায়রে পথিক,দেখনা সেদিক:উইঘুর,রাখাইন,ফিলিস্তিন।।
ইয়েমেনে কত শত মুসলিম মারে, সৌদি নজদ দাস,
দ্রোহীদের সাথে হাত মিলায়ে নাই কেন কোন লাজ?
কাঁপে না অন্তরাত্না?কাঁদে না মানব প্রান?
হিংসার সেই তলোয়ার তাই ভেঙে হয় খান খান।।
প্রেমের নগর গড়েছেন নবি ﷺ, শত প্রেমিক মনে
যে নগর হতে শয়তান সব বিতাড়িত হয় ক্ষণে।।
মদিনা দুর্গ,বেরেলি রাজপথ,রাজত্ব তাঁর বিশ্বভবে
দিক-বিদিকে উড়বে নিশান,নবিপ্রমের উৎসবে।।
--------শব্দ চাবি-------
তারকা-প্রভা---তারার আলো
দিশারি - যে পথ দেখায়
নয়েব- প্রতিনিধি
নায়েবে রসুল- নবির ﷺ প্রতিনিধি
নজদ(বর্তমানে রিয়াদ)- নবি ﷺএর ভাষ্যমতে শয়তানের শিংয়ের আবির্ভাবস্থল
বিশ্বভবে- সমগ্র বিশ্বে বা বিশ্বের সংসারে।
বেরেলি- আ'লা হযরতের ইমাম আহমদ রেযার (রহ) এর শহর।
নিশান- পতাকা।