~স্বাধীন আহমেদ
প্রশান্তির খোঁজে!
'মনকে প্রশ্ন করলাম— প্রশান্তি কোথায় হারিয়ে গেল? এত অস্থিরতা কিসের? ভেতর থেকে উত্তর আসল— অস্থিরতা সব গুনাহের! গুণাহ প্রশান্তি কেঁড়ে নিয়েছে!'
❝নিশ্চয় ফেরেশতারা (দ্বীনের) জ্ঞান অন্বেষণকারীর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে তাদের পদতলে নিজেদের ডানা বিছিয়ে দেন।❞ [তিরমিযী] "ইসলামী বিশ্বকোষ" অ্যাপটি Playstore এ পাবেন।