বিকাশের সুপ্ত সুদ থেকেও বেচেঁ থাকুন।
✒post by Mizan Qadri Attari
📣অনেক সময় এমন কতগুলো গুনাহ হয়ে যায়, যা আমাদের কল্পনায় ও থাকেনা। ঠিক তেমনি বিকাশের টাকা লেনদেনের, ইন্টারেস্টের নামে সুদ প্রদান।
✔বিকাশ থেকে কিভাবে সুদ বন্ধ করবেন?
🌾16247 এ কল করবেন।
dial meno তে গিয়ে।
চাপবেন= 1>5>1>1
🏘আল্লাহ তা’আলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ পছন্দ করেন না কোন অবিশ্বাসী পাপীকে।
(সূরা বাকারা, আয়াত-২৭৬)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ
অর্থাৎ- হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর যদি তোমরা ঈমানদার হয়ে থাক।
(সূরা বাকারা, আয়াত-২৭৮)
فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
অর্থাৎ- অতঃপর যদি তোমরা তা পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাঁর রাসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। আর যদি তোমরা তওবা কর, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের প্রতিও জুলুম করা হবে না।
(সূরা বাকারা, আয়াত-২৭৯)
হে ঈমানদারগণ ! চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে।(আলে ইমরান,আয়াতঃ ১৩০)