'সত্য কথা, তিক্ত হয়!'

আমি খুব বড় সত্যবাদী তাই আমার কথা মানুষের কাছে তিক্ত লাগে! আমার কথায় আঘাত তো পাবেই, সত্য বলি যে!

এমন কিছু অদ্ভুত কথা আমরা শুনি এবং মাঝে মধ্যে হয়তো নিজেরাও বলি। ভাই তুমি এত বড় সত্যবাদী, যে তোমার কথা মানুষের অন্তরকে কষ্ট পৌছাতে থাকে— যার ওপর তুমি গর্বও করো। তাহলে বলো— আমার হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় সত্যবাদী কে ছিল? কাফেররা পর্যন্ত যাকে ওই সময়ের সবচেয়ে সত্যবাদী মানুষ হিসেবে জানত।

ভাই— আমার হুযুর যখন কথা বলতেন তখন তাঁর মুখ থেকে ফুল ঝরত। তাঁর কথা কাউকে কষ্ট পৌঁছাত না। বরং তাদেরকে প্রশান্তি দিত। তাই সত্যবাদী হলেই আমার কথা মানুষকে কষ্ট পৌঁছাবে এটা খুবই অযৌক্তিক। আগে কথা বলার পদ্ধতি শিখুন। তারপর না হয় মানুষকে সত্য কথা বলতে যাবেন।

কথা বলার আগে চিন্তা করুন। এই কথা যেন— কারো হাসিমুখকে মলিন করার কারণ না হয়।

@স্বাধীন আহমেদ।
Top