বেলায়াত হাসিলের উপায়:
【১】 তাওবাহ (পাপ বিরতি)
【২】 এনাবাত (সদাসর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত থাকা)
【৩】যোহদ (কামনা বাসনা ত্যাগ)
【৪】অরা (ধর্মভিরুতা)
【৫】শোকর ( যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকা)
【৬】তাওয়াক্কুল (আল্লাহর প্রতি হার হালতে নির্ভরশিলতা)
【৭】 তাসলিম (বিনা আপত্তিতে আল্লাহর নির্দেশ গ্রহন। যেমন : আপনি রোগগ্রস্ত হয়েছেন। এ মূহুর্তে কোনো হতশা কিংবা কাউকে কোনো অভিযোগ না করে নিরব থাকা)
【৮】 রেজা ( আল্লহর ইচ্ছাতে সুন্তুষ্ট থাকা)
【৯】সবর ( চরম বিপদেও ধৈর্য ধরা)
【১০】 কানা'আত (অল্পে তুষ্টি)
এই দশট সিফাত বা গুন অর্জন করিতে পারলে আল্লাহর নৈকট্য লাভে সম্ভব।
উল্লেখিত এই দশটি গুণ দশটি 【১০】লতিফা যথাঃ
【১】 ক্বলব
【২】 রূহ
【৩】 সের
【৪】 খফি
【৫】 আখফা
【৬】 নফস
【৭】 আব
【৮】 আতশ
【৯】 খাক ও
【১০】 বাদে'র সাথে সম্পর্কিত।
উক্ত লতিফাসমূহে জাত ও সিফাতের নূর পতিত হইলে, উহা উক্ত গুনসমূহ দ্বারা গুনান্বিত হইয়া নিজের অস্তিত্ব সম্পর্কীয় যাবতীয় বস্তু ভুলিয়া আল্লাহ তা'আলার সিফাত ও জাতের নূরে বিলীন হইয়া দৈহিক ও আত্বিক ফানা ও বাকা লাভ করিলে বেলায়াতের মাকাম হাসিল হয়।
তথ্যসূত্রঃ মুকাশিফাতে আয়নিয়া 【মুজাদ্দিদে আলফে সানি (রহ)】
©আথার মাসুম বিল্লাহ