মাসজিদ আল আক্বসা/বায়তুল মাক্বদিস/হারাম আশ শরীফ/The Noble Sanctuary/Temple Mount কী? ইহুদীদের বিশ্বাস অনুযায়ী ১ম, ২য়, ৩য় Temple ই বা কী? ইন শা আল্লাহ সংক্ষেপে বুঝানোর চেষ্টা করবো এই লেখায়।
.
মাসজিদ আল আক্বসা/বায়তুল মাক্বদিস/হারাম আশ শরীফ/The Noble Sanctuary/Temple Mount কোনো নির্দিষ্ট স্থাপনা নয়। বরং ট্রাপিজিয়াম আকৃতির সম্পূর্ণ এলাকাটিই মাসজিদ আল আক্বসা। (ছবি-১)
মাসজিদ মানে সিজদাহ দেয়ার স্থান, মাসজিদ হওয়ার জন্য স্থাপনা থাকতেই হবে বিষয়টি এমন নয়।
.
ইহুদিদের বিশ্বাস অনুযায়ী, জেরুজালেমের প্রথম Temple নির্মাণ করেছিলেন সুলাইমান (আ) [1] এই Temple পরবর্তীতে ধ্বংস করে দেয় ব্যাবিলনীয়রা (Babylonians) [2]
.
এর অনেক বছর পর দ্বিতীয় সাইরাস (Cyrus II) নির্দেশ দেয় যে ইহুদীরা দ্বিতীয় Temple নির্মাণ করতে পারবে [3] রোমান সম্রাট টাইটাস (Titus) এর হাতে দ্বিতীয় এই Temple টিও ধ্বংস হয়ে যায় ৭০ খ্রিস্টাব্দে। [4]
.
সেই থেকে ইহুদীরা এখনও অভিলাষ ব্যক্ত করে সেই একই স্থানে তৃতীয় Temple নির্মাণ করার। আর স্থানটি হল বর্তমান জেরুজালেমের যেই এলাকাটিকে সবাই হারাম আশ শরীফ/The Noble Sanctuary/Temple Mount হিসেবে চিনে সেই এলাকাটি।
.
১৬ হিজরিতে (৬৩৭/৬৩৮ খ্রিস্টাব্দে) রোমানদের কাছ থেকে জেরুজালেম বিজয়ের পর উমার ইবন খাত্তাব (রা) সেই হারাম আশ শরীফ/The Noble Sanctuary/Temple Mount এলাকাটির ভিতরেই একটি মাসজিদ নির্মাণ করেন [5], এই মাসজিদটি হল ক্বিবলি মাসজিদ। (যার সংস্কারকৃতরুপই হল বর্তমানের কালো গম্বুজের মাসজিদটি। এই মাসজিদটিতেই মূলত বর্তমানে সালাতের জাম’আত অনুষ্ঠিত হয়, মুসল্লিদের স্থান সংকুলান না হলে মাসজিদটির বাইরেও কাতার হয়। ক্বিবলি মাসজিদের ভিতরে ও বাইরে সালাত আদায়ঃ youtuDOTbe/rJwz6FpVa_8)
তখন মুসলিমদের জেরুজালেম বিজয়ের মাধ্যমেই প্রায় ৫০০ বছরের অত্যাচারী রোমান শাসন শেষে ইহুদিরা পুনরায় জেরুজালেমে বসবাস করার সুযোগ লাভ করে। [6] এ বিজয়ের আগে রোমানরা হারাম আশ শরীফ/The Noble Sancturary/Temple Mount এ আবর্জনার স্তুপ তৈরি করে রেখেছিল। উমার (রা) এর নির্দেশেই এসব ময়লা-আবর্জনা দূর করা হয়। [7]
.
উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবন মারওয়ান ৬৬ হিজরিতে (৬৮৫/৬৮৬ খ্রিস্টাব্দে) সেই হারাম আশ শরীফ/The Noble Sanctuary/Temple Mount এলাকাটির ভিতরেই একটি গম্বুজ নির্মাণ করেন [8] যা কুব্বাতুস সাখরা/Dome of The Rock নামে পরিচিত। পরবর্তীতে এই গম্বুজটির রঙ সোনালি করা হয়। এই স্থাপনাটি ক্বিবলি মাসজিদের পিছনে অবস্থিত। এই কুব্বাতুস সাখরা/Dome of The Rock ভিতরেও সালাত আদায়ের ব্যবস্থা আছে। (youtuDOTbe/qxokcIlovt8)।
.
তো তৃতীয় Temple নির্মাণ করার জন্য বর্তমানের ইহুদিরা চায় সম্পূর্ণ হারাম আশ শরীফ/The Noble Sanctuary/Temple Mount এলাকাটির উপরই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে, Dome of The Rock/কুব্বাতুস সাখরা ধ্বংস করে দিয়ে সে জায়গায় তাদের তৃতীয় Temple নির্মাণ করতে। ২০১৮ সালের মে মাসে ইসরায়েলের আমেরিকান এম্বাসেডর ডেভিড ফ্রিডমেনকে Achiya নামের একটি ইসরায়েলি সংস্থার একজন এক্টিভিস্টের পক্ষ থেকে একটি ছবি উপহার দেয়া হয়, যেই ছবিতে স্পষ্টভাবে Dome of The Rock/কুব্বাতুস সাখরার পরিবর্তে তৃতীয় Temple এর উপস্থিতি দেখা যায়। (ছবি-২,৩) [9][10][11]
[1] 1 Kings 6–7 and 2 Chronicles 2–5
[2] 2 Kings 25:9–17
[3] Ezra 1
[4] The History of the Jews in the Greco-Roman World: The Jews of Palestine from Alexander the Great to the Arab. Conquest Routledge. p. 129–130.
[5] তারিখে উম্মাতে মুসলিমার বঙ্গানুবাদ “মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ”, ২য় খণ্ড, ৩১৭-৩২১ পৃষ্ঠা
[6] Gil, Moshe (1997). A History of Palestine, 634-1099. Cambridge University Press. p. 51.
[7] তারিখে উম্মাতে মুসলিমার বঙ্গানুবাদ “মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ”, ২য় খণ্ড, ৩১৭-৩২১ পৃষ্ঠা
[8] তারিখে উম্মাতে মুসলিমার বঙ্গানুবাদ “মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ”, ৬ষ্ঠ খণ্ড, ৭৬ পৃষ্ঠা
[9] www.washingtonpostDOTcom/news/worldviews/wp/2018/05/23/u-s-ambassador-to-israel-receives-a-photo-replacing-jerusalems-holiest-muslim-shrines-with-a-jewish-temple/
[10] www.haaretzDOTcom/us-news/u-s-ambassador-to-israel-pictured-with-image-of-jerusalem-third-temple-replacing-muslim-mosques-1.6112357
[11] edition.cnnDOTcom/2018/05/23/middleeast/david-friedman-jerusalem-illustration-intl/index.html
[লিংকগুলোতে ঢুকতে কপি করে DOT এর জায়গায় . লিখতে হবে। কমেন্ট বক্সেও লিংকগুলো দেয়া থাকবে ইন শা আল্লাহ]