মানবাত্মা প্রকৃতিগতভাবে আধ্যাত্নিক (স্পিরিচুয়াল)। ফলে মূল উৎস অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে আত্মার একটি আধ্যাত্নিক সংযোগ বজায় রাখতে হয়, ঠিক যেভাবে দেহ বেঁচে থাকার জন্য খাদ্য ও পানীয়ের দরকার পড়ে।

এই প্রধান 'পুষ্টি উপাদান' ব্যতীত মানবাত্মা আক্রান্ত হয় উদ্বিগ্নতায় (এংজাইটি), ডিপ্রেশনে এবং হতাশায়। যারা বিভিন্ন মানসিক সমস্যায় আজকাল আক্রান্ত হচ্ছেন, তাদের অনেকেরই মূলত রোগটা মনের নয়, বরং আত্মার। তার আত্না রুহানি খোরাকের জন্য আকুতি জানাচ্ছে। 

আর প্রকৃত রুহানী খোরাক রয়েছে আল্লাহ তায়ালার আনুগত্য ও নৈকট্যের মাঝে। কিন্তু আসল খাবার না দিয়ে তাকে দেয়া হচ্ছে সাইকোথেরাপি ও মেডিটেশনের হরেক রকম 'জাঙ্ক ফুড'। এ কারণেই আত্মার আর্তচিৎকার অসুখ হিসেবে বেড়ে চলে।

"জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।" [সুরা রা’আদ, আয়াত ২৮]


©Swadhin Ahmed.

Top