লোভ-অকৃতজ্ঞতা-বেয়াদবী-অহংকার-হিংসা!

🖋মাসুম বিল্লাহ সানি


নিজের যা আছে তা নিয়ে যদি কেউ তুষ্ট না থাকে,

হয় সে লোভী না হয় সে অকৃতজ্ঞ।


যে অন্যকে সম্মান করতে জানে না,

তার নিজের কোন ব্যক্তিত্ব নেই।

যার স্বকীয়তা নেই,

সে নিজের কাছেও সম্মানিত নয়।


যে অহংকারী তার ধ্বংসের জন্য নিজেই যথেষ্ট,

সে নিজের পতনের জন্য প্রতি পদক্ষেপে

তার স্বীয় কবর খনন করে যায়,

মূলত অভিশাপই তার পতনের মূল!

স্বয়ং রব যাকে অভিশাপ দেয়-

তার চেয়ে হতভাগা আর কে হতে পারে?


হিংসা এমন এক মানসিকতা,

যা নিরবে দাও দাও করে জ্বলতে থাকে।

যেমনিভাবে প্রদীপের তেল শেষ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে থাকে,

তেমনিভাবে ব্যক্তির আমল ছারখার না করা পর্যন্ত এটাও জ্বলতে থাকে।

Top