এই বাল্বটি ১১২ বছরেরও বেশি সময় মসজিদে নববীতে ব্যবহৃত হয়েছিল
সুলতান দ্বিতীয় আবদুল হামিদ ১৩২৫ হিজরিতে যখন মদীনায় বিদ্যুৎ প্রবর্তন করলেন তিনি প্রথমে মসজিদে নববীকে সুন্দরভাবে আলোকিত করেছিলেন ।
রাসূল ﷺ এর প্রতি তাঁর এমন আদব ছিল যে তিনি ইস্তাম্বুলের নিজস্ব প্রাসাদের আগে মদীনায় বিদ্যুৎ স্থাপন করেছিলেন।
মদিনায় যখন পাকা ফল হতো,
সাহাবা [رضي الله عنهم] সর্বদা এগুলিকে প্রথমে রাসূলুল্লাহ ﷺ'র কাছে নিয়ে আসতো।
যখন তাঁদের নবজাতক জন্মাতো , তাঁরা সর্বদা তাঁদেরকে রাসূলুল্লাহ ﷺ'র কাছে নিয়ে আসতো -কল্পনাতীত শ্রদ্ধা৷
প্রথম ঝাড়বাতি এবং জেনারেটরগুলি ভারতের হায়দরাবাদের নিজাম পাঠিয়েছিলেন।
যদি আপনি নূর নবী হযরত মুহাম্মদ ﷺ'কে তাজিম করেন ভালোবাসেন, তবে আল্লাহ তায়ালা আপনার দুনিয়া ও আখিরাত আলোকিত করবেন।
আল্লাহ তায়ালা আমাদের অন্তরে ইমামুল আম্বিয়া,দো-জাহানের বাদশা, প্রিয় নবী ﷺ'র সম্মান বাড়িয়ে দিন ৷ -আমিন।
(Isqe Mustofa ﷺ)