কবরে আগরবাতি ও লোবান বাতি জ্বালানো ।  আ'লা হযরতের ফতোয়া হল-


“ওদ (খুশবুদার কাঠ) লোবান ইত্যাদি বস্তু কবরে জ্বালানো থেকে বেঁচে থাকা দরকার। যদিও কোন পাত্রের মধ্যে এবং কবরের নিকটে থাকে এবং জ্বালানো হয়  (যদি আগমনকারী, জিকিরকারী এবং জিয়ারতকারীদের নিকটবর্তী আসার কারনে তাদের উদ্দেশ্যে না হয়) বরং শুধু কবরের উদ্দেশ্যে জ্বালিয়ে চলে আসে তাহলে তা প্রকাশ্যভাবে নিষেধ।


(কারন) অপব্যয় করা হারাম এবং মালকে নষ্ট করা ঐ মৃত ব্যক্তির জন্য যার কবরের জান্নাতকে খোলা হয় এবং জান্নাতী হাওয়া ফুলের খুশবু বইতে থাকে। যা দুনিয়াবী আগরবাতি ও লোবানের চেয়ে উত্তম।

(আস সানিয়াতুল আনিক্বা ফি ফতোয়ায়ে আফ্রিকা, পৃ. ৭০, ব্রেলী শরীফ)

Top