সওয়ালঃ-গোঁফ লম্বা রাখা কি ইসলামী শরীয়তে জায়েজ?

জওয়াবঃ- গোঁফ এতটুকুন লম্বা রাখা যা ঠোঁটের বাইরে মুখে চলে আসে তা সম্পুর্নরুপে হারাম। এটা মজুছী, মুশরেক,ইয়াহুদী এবং নাসারাদের অনুকরণ।

 আবু হুরায়রা (রঃ) হতে বর্নীত হাদীসে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, "তোমরা দাড়ি লম্বা কর আর গোঁফ ছোট কর, ইয়াহুদী এবং মজুছীদের অনুকরণ করোনা।" (আহকামে শরীয়ত, কৃত -আ'লা হযরত)

Top