আল ক্বুরআনে নবী করীম (ﷺ) এর মাহাত্ম্য

আমায় এ শহরের শপথ, যেহেতু হে মাহবুব! আপনি এ শহরে তশরীফ রাখছেন। (সূরা বালাদ, আয়াত নং ১-২)

এই আয়াত শরীফে যে শহরটির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মক্কা শরীফ। এই আয়াত শরীফ থেকে বোঝা গেলো যে, মক্কা শরীফ খুব পবিত্র শহর আর এই শহরটি এত মর্যাদার অধিকারী হয়েছে রসূলে আকরাম স্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আবির্ভাবের জন্য।

(তাফসীরে খাযাইনুল ইরফান দ্রষ্টব্য)



Top