এখনও কি সময় আসেনি........
----------------------------
"হে মানুষ! তোমাকে কোন জিনিস ভুলিয়ে রেখেছে আপন প্রতিপালক থেকে?" (সূরা ইনফিতার, আয়াত ৬)

সূরা হাশর, আয়াত ১৮-২১ঃ

১৮. ওহে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় কর; আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে; তোমরা আল্লাহকে ভয় কর। তোমরা যা কর নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।

১৯. তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে করেছেন আত্মভোলা। এরা পাপাচারী লোক।

২০. জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়। জান্নাতবাসীরাই তো সফলকাম।

২১. যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহ তা’আলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্যে বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে।

"যারা মুমিন, তাদের জন্যে কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবর্তীর্ণ হয়েছে, তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের অধিকাংশই পাপাচারী।"  (সূরা হাদীদ ৫৭ঃ ১৬)

"ঐসব লোক যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর
আল্লাহর স্বরণে প্রশান্তি পায়, শুনে নাও আল্লাহর স্বরণেই অন্তরের প্রশান্তি রয়েছে।"(সূরা রা’দ : ২৮)

তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন- বিনীতদের জন্যে ছাড়া । (সূরা বাকারাহ ২: ৪৫)

বল, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্যে। (সূরা আনআম ৫: ১৬২)

তোমরা নামাজ সমূহের প্রতি এবং (বিশেষ করে) মধ্যবর্তী নামাজের প্রতি যত্ন বান হও এবং আল্লাহর (সন্তুষ্টির) জন্যে একান্ত অনুগত অবস্থায় দাড়াও।
(সূরা বাকারাহ ২:২৩৮)

"আর যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপসমূহ মোচন করে দেন এবং তাকে দেবেন মহাপুরস্কার।"
(সূরা ত্বালাকঃ ৫)

"হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। সুতরাং যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।"
(সূরা আ'রাফ, আয়াত ২৩)

Top