মিলাদুন্নবী ﷺ উদযাপনের বৈধতার ও গুরুত্বের ব্যপারে এত অসংখ্য কিতাব রচিত হয়েছে। সেগুলো ডাউনলোড করার জন্য Google এ আরবিতে নাম লিখে সার্চ দিন pdf পেয়ে যাবেন। এরপরও যারা এটিকে বিদআত বলে সে মূলত দ্বীন নিয়ে কঠোরতা ও বাড়াবাড়িই করে। আর এসব কিতাবের রচয়িতা কোন সাধারণ মানুষ নন। তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য ইমাম, ফকীহ, মুহাদ্দিস ছিলেন। যেমন,
1. আবুল ফদ্বল আহমাদ ইবনে হাজার আসক্বালানী
ফকীহ, মুহাদ্দিস। হাদিস শাস্ত্রের একজন বিখ্যাত ইমাম। তাকে হাদিস শাস্ত্রে আমীরুল মু'মিনীন বলা হয়।
2. ইমাম জালালুদ্দীন আস সুয়ুতী
আল ইমাম আল হাফেয। তাকে ইসলামী সকল জ্ঞান শাস্ত্রের জনক (معلمة العلوم الإسلامية)বলা হয়।
3. ইমাম সামসুদ্দীন আস সাখাভী
মুহাদ্দিস, আদীব, মুফাস্সির ও বিশিষ্ট ইতিহাসবীদ।
4. মোল্লা আলী আল ক্বারী
হানাফী ফকীহ মুহাদ্দিস, তিনি তার যুগে অনন্য আলেম ছিলেন।
5 আবুল ফেদা ইমাদুদ্বীন ইবনে কাসীর
শাফেঈ, প্রখ্যাত তাফসীর বিশারদ, মুহাদ্দিস ।
6. সিরাজুদ্দীন ইবনুল মুলাক্কিন
শাফেঈ ফকীহ, মুহাদ্দিস ও প্রখ্যাত ইতিহাসবীদ
7. হাফেয আব্দুর রহীম ইরাকী
শাফেঈ, হাফেযে হাদীস, শাইখুল মুহাদ্দিসীন
8. আল্লামা আব্দুর রউফ মুনাভী
মুহাদ্দিস, বিশিষ্ট হাদীস ব্যাখ্যাকার।
9 শিহাবুদ্দীন ইবনে হাজার হাইতামী
শাফেঈ, ফকীহ আলেম।
10. আল্লামা কারামাত আলী
হানাফী, ফকীহ, মুহাদ্দিস, আদ দা'য়ী ইলাল্লাহ।
11. মুহাম্মাদ সাইদ রমাদ্বান আল বুত্বী শাফেঈ, যিনি ইসলামী জ্ঞান-বিজ্ঞানে একজন বিশেষজ্ঞ
ও ধর্মীয় পরিমন্ডলে গুরুত্বপূর্ণ আলেমদের একজন।