গোল্ডেন A+
মুহাম্মদ সিরাজুম মুনির তানভীর 


হাবিব আর রিপা দুই ভাই বোন। ১ বছরের ব্যবধান থাকায় ওরা একই ক্লাসে পড়ে। ঢাকার এক খ্যাতনামা স্কুলের ক্লাস ফাইভে উঠেছে ওরা এবার । সামনে ওদের পি.এস.সি পরীক্ষা, তাই খুব চাপের মাঝে আছে দুই ভাই বোন। প্রায় সব বিষয়ই প্রাইভেট পড়তে শুরু করেছে বছরের প্রথম থেকে আলাদা আলাদা করে। আর স্কুলের কোচিং, ক্লাসের হোম ওয়ার্ক এসব তো আছেই ।


এসবের ফাঁকে নিজেদের জন্য আলাদা করে কোন সময় ওরা পায় না বললেই চলে । তবু ওদের বাবা-মায়ের চিন্তার কোন শেষ নাই। কিভাবে, কোথায়, কার কাছে পড়লে ভাল নম্বর পাওয়া যাবে, গোল্ডেন A+ পাওয়া যাবে শুধু তারই যোগাড়ে ব্যাস্ত উনারা।তাই বলতে গেলে সারা বছরই ওরা পড়তে পড়তে পাগল হবার দশা।


একদিন সকালে ওদের বাসার বুয়া এসে হাবিবের মা এর পায়ের কাছে পরে কাঁদতে লাগলো ।


হাবিবের মা বিরক্ত হয়ে জানতে চাইলেন, " কি ব্যাপার , বুয়া ? কি হয়েছে ? "


বুয়া বলল, " আফা আমার পোলাটার বুঝি আর পড়া হইল না । "


উনি জানতে চাইলেন, " কেন কি হয়েছে ? কি ব্যাপার?"


বুয়া বলল , " সামনে নাকি কি একটা পরীক্ষা হইব , তাই লাইগা বলে ৫০০ ট্যাহা জমা দেওন লাগবো । নাইলে বলে পরীক্ষা দিতে দিব না ইস্কুলের থন । আফনেই কন আফা আমি এহন ৫০০ ট্যাহা কই পাই । "


উনি জানতে চাইলেন , " কি পরীক্ষা কিছু জানো ?"


বুয়া বলল , " না আফা আমি কি অতো কিছু বুঝি ? খালি কইছে ট্যাহা জমা না দিলে পরীক্ষা দেওন যাইবো না ।"


উনি বললেন , " আচ্ছা , যাওয়ার সময় টাকা নিয়ে যেও ।"


বুয়া একথা শুনে আরো জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, " আল্লাহ আফনেগো ভালা করুক । আফনের সাক্ষাৎ ফেরেশতা । "


উনি বিব্রত হয়ে বললেন, " হয়েছে হয়েছে , এবার কাজে যাও । "


এর কিছুদিন পর পি.এস.সি পরীক্ষা শেষেরেজাল্ট এর দিন এসে গেলো । হাবিবদের বাসার সবাই রেজাল্ট এর জন্য উদগ্রীব হয়ে আছে । মোবাইলে মেসেজ দিয়ে রাখা হয়েছে আরো আগেই , যে কোন সময়ই রেজাল্ট চলে আসবে । 


হঠাৎ করে হাবিবের বাবার ফোন এলো বাসায় ।


তিনি বললেন , " রেজাল্ট চলে এসেছে , ওরা দুজনেই A+ পেয়েছে ।"


ওদের মা কিঞ্চিৎ হতাশ হয়ে জানতে চাইলেন , " গোল্ডেন আসেনি ?? "


বাবাও হতাশার সুরে বললেন , " নাহ । কি আর করা আমাদের ব্যাড লাক ।"


সবাই যখন মন খারাপ করে বসে আছে , এমন সময় বুয়া তার ছেলেকে নিয়ে বাসায় ঢুকল । ওদের হাতে সস্তার একটা মিষ্টির প্যাকেট । 


বুয়া এসে বেগম সাহেবের সামনে মিষ্টির প্যাকেটটা রেখে ছেলেকে বলল , " ও রহিম , বেগম সাহেবরে সালাম কর। উনি না থাকলে তোর আর আইজকা এতো ভালা পাশ করা হইত নারে বাপ ।"


হাবিবের মা জানতে চাইলেন," কিসের পরীক্ষা ?"


বুয়া বলল, " অই যে একদিন আফনের কাছ থনে ট্যাহা নিয়া গেছিলাম রহিমের ইস্কুলের পরীক্ষার লাইগা , হেই পরীক্ষার ফল দিছে আফা । আমার রহিম পুরা ইস্কুলে পরথম হইছে আফা আফনেগো দোয়ায় ।"


উনি একটু বিরক্ত হয়ে রহিমের কাছে জানতে চাইলেন, " কি পরীক্ষা ? "


রহিম সুন্দর করে বলল, " পি.এস.সি। "


উনি এবার অবহেলা ভরে জানতে চাইলেন, "রেজাল্ট কি?"


রহিম বললো, " গোল্ডেন A+।"


একটু ঈর্ষার আলো জ্বলে উঠলো কি বেগম সাহেবার চোখে ??



Top