আব্দুল কাদের জিলানী (رحمة الله)'র নাম বিক্রি করে খাওয়া ভক্তরা! যদি সত্যি সত্যি তিঁনাকে ভালোবেসে থাকেন তাহলে আমল করার অনুরোধ রইল। সাহাবায়ে কেরামের মধ্যে কারো সমালোচনা বা মন্দ বলা যাবেনাঃ
বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (رحمة الله) এর ফতোয়াঃ
مُحْيِي الدِّينِ عَبْدُ الْقَادِرِ بْنُ أَبِي صالح/الجيلاني, أَبِي عَبْدِ الرَّحْمَنِ صَلَاح بْنُ مُحَمَّدٍ بْنُ عُوَيْضَة ·
দেখুন, গাউছুল আজম শায়খ সৈয়দ আব্দুল কাদির জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী (رحمة الله) এর লিখিত কিতাব,
الْغُنْيَة لِطَالِبِي طَرِيقِ الْحَقِّ فِي الْأَخْلَاقِ وَالتَّصَوُّفِ وَالْآدَاب الْإِسْلَامِيَّة
সংক্ষেপে "গুনয়াতুত ত্বালিবীন" নামক গ্রন্থের ১/১০০ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে,
: - وَاتَّفَق أَهْلِ السُّنَّةِ عَلِيّ وُجُوبَ الْكَفِّ عَمَّا شَجَرَ بَيْنَهُمْ وَالْإِمْسَاك عَنْ مُسَاوِيهِمْ وَإِظْهَار فضاءلهم ومحاسنهم وَتَسْلِيم أَمَرَهُم إِلَيَّ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيَّ مَا كَانَ وَجَرْي مِنْ اخْتِلَافِ عَلِيٍّ وَطَلْحَةَ وَالزُّبَيْرُ وعاءشة وَمُعَاوِيَةُ رَضِيَ اللَّهُ عَنْهُمْ
অর্থাৎ : আহলে সুন্নাতের সকলি এ ব্যাপারে একমত যে সাহাবায়ে কেরামের মধ্যে পরষ্পরের যুদ্ধের ব্যাপারে তর্ক করা এবং তাঁদেরকে মন্দ বলা থেকে বিরত থাকা ওয়াজিব৷ তাঁদের মর্যাদা সমূহ ও গুণাবলী প্রকাশ করতে হবে এবং তাঁদের ব্যাপারটা মহান আল্লাহর নিকট সোপর্দ করতে হবে৷ বিশেষ করে তাঁদের মধ্যে যেসব (যুদ্ধ বা মতানৈক্য) ঘটেছিল যেমন ঐ সব মতবিরোধ, যা হয়েছে হযরত আলী (رضي الله عنه), হযরত আয়িশা (رضي الله عنه) ও হযরত আমীরে মুয়াবিয়া (رضي الله عنه) এর মধ্যে, যেমন উষ্ঠের যুদ্ধ ও সিফফিনের যুদ্ধে। এ ব্যাপারে আমাদের জবানকে সংযত রাখতে হবে। কাউকে কোনরূপ দোষারোপ বা সমালোচনা করা যাবেনা৷
আ'লা হযরত ইমাম আহমদ রেজা (رحمة الله) এর ফতোয়াঃ
আলা হযরত আল্লামা আহমদ রেজা খান বেরলভী (رحمة الله) “আহকামে শরীয়ত” নামক গ্রন্থের ১/১০৩ পৃ : উল্লেখ করেছেন-
"আল্লামা শিহাবুদ্দীন খুফফাজী (رحمة الله) “নাসীমুর রিয়াজ ফি শরহে শিফা কাজী আয়াজ” কিতাবে লিখেছেন-
مَنْ يَكُونُ يَطْعَن فِى مُعَاوِيَة فَذَاكَ مِنْ كِلَابِ الْهَاوِيَة
উচ্চারণঃ মাই ইয়াকুনু ইয়াতয়ানু ফি মোয়াবিয়া - ফা যাকা মিন কিলাবিল হাবিয়া।
অর্থাৎ, যে ব্যক্তি আমীরে মোয়াবিয়া (رضي الله عنه) এর দোষারোপ করবে, সে জাহান্নামী কুকুরদের মধ্যে একটি কুকুর হিসাবে গন্য হবে।
এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের বক্তব্য।