Add caption |
কারবালা
দেওয়ান মোঃ ছাইফুদ্দিন
শুনো শুনো মুসলিম কাহিনী কি ফোরাতে
কারবালা বলে যারে হোসাইন কাঁদাতে
শির দিল তবু নত হয়নিকো ধরাতে
নবীজীর পেয়ালাতে হাশরে তরাতে৷
আলিজাদা সায়্যেদ খুনে লাল দুনিয়া
জমিনের মেঝে মোছা যাবে নাকো খুনিয়া
আসমান কেঁদে হারা ইতিহাস বুনিয়া
হায় হোসেন! রব তোলে চারদিক শুনিয়া৷
আফতাব প্রজ্জ্বল মরুবালি তপ্ত
রোদ্দুরে দেহখানি ঝলসানো ক্ষিপ্ত
উত্তাপ তাবুখানি যেন রুটি শক্ত
শত্রুর বেড়াজাল কাল অভিশপ্ত৷
শিশুদের হাহাকার নেই উপায়ান্তর
চিৎকার সরগোলে কাঁদে মরু প্রান্তর
দুগ্ধপোষ্য বাছা ইমাম আলি আসগর
জলহীন মরুভূমি জননীর অন্দর;
কোলে শিশু নিয়ে ছোটে হোসাইন বীরবর
ফোরাতে জল নিতে অঞ্জলি সরবর
চারদিকে শত্রু চক্ষু অগ্নীশ্বর
পাষণ্ড ছুঁড়ে তীর কচি শিশু বরাবর
সরাসরি বিঁধে গিয়ে ছিঁড়ে যায় অন্তর৷
ক্ষমতার লোভে পড়ে ইয়াজিদ অন্ধ
আহলে বাইতের পথ সব বন্ধ
কোণঠাসা করে হেসে গেয়ে যায় ছন্দ
জান্নাতী সরদার নিদারুণ ক্রন্দ;
বিশ্বাসঘাতকতা নেই কোনো অন্ত
আহ! ইয়াজিদি বাহিনী পাষণ্ড৷
সুবহে সাদিক বা'দ রণসাজ নির্মম
যুদ্ধের দামামা আশুরা মহররম
কেঁপে উঠেছে আজ দামেস্ক সম্ভ্রম
হোসাইন ভাইপো কাসিমের উদ্যম
কিঞ্চিৎ পানি জোটে যদি করে অতিক্রম
বারি জোটেনি তবু দিতে হয়েছে দম৷
আউয়াল শহীদ হল হাসানের আওলাদ
সকীনার চিৎকার পেল বিধবার স্বাদ৷
মেহেদির রঙমাখা হাত দুটি উজ্জ্বল
ফুলশয্যার রাত আজ শোকে বিহ্বল৷
একে একে দিল জান পরিবার-পরিজন
জিভে দিতে পারেনি একফোঁটা জলপান৷
অবশেষে হোসাইন বীরবলে সমর
চারদিকে অসুরের অসিচালনার ঝড়
অজস্র তীর-ফলা বর্ষণ মর্মর
আঘাতে প্রতিঘাতে আলিজাদা জর্জর৷
অবশেষে লুটিয়ে পড়িলেন ধরাতে
কিঞ্চিৎ আবদারে দু'রাকাত সালাতে
নত হইনি প্রভু বাতিলের আঁতাতে
সঁপে দিয়েছি জান হক পথ বাঁচাতে
আহা! মস্তক কাটা গেল সীমারের ছোরাতে৷
কান্দে ধরণী আওলাদে আলি
শহীদী কাতারে গেল নির্ভয়ে চলি
ছিল নবীজীর জবানে কত গুণাবলি
আজি ফাতেমার মাজারে খুন মাখালি৷
আফতাব কাঁদুনে রোদ্দুর ক্রন্দিত
আসমান নীলাভে রক্তে রঞ্জিত
ফোরাতের জলরাশি নিবারণ বঞ্চিত
জগতের প্রাণীকুল শোকগানে গুঞ্জিত৷
হায় হোসেন! রব তোলে কেটে যায় সারাদিন
ভাগ্যে বেঁচে যাওয়া জয়নুল আবেদিন
নির্মম পরিহাস পুত্র হোসাইন
দুশমন পুতুলে পরিণত হল দ্বীন;
আহা! নবীজীর বাণী ভুলে গিয়েছে বেদ্বীন
হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন৷
সত্য সমাগত মিথ্যা বিতাড়িত
হোসাইনি স্লোগান হৃদয়ে অঙ্কিত
ঝেরে ফেল যত আছে অশুভ কল্পিত
বুকে রাখ হিম্মত শোহাদা সঞ্চিত৷
সত্যের জাগরুক থাকে যেন নির্ভীক
কুর্নিশ নয় কভু বাতিল অধার্মিক।
অনুসারী হই যেন হোসাইনি সৈনিক
দিয়ে গেছে দীক্ষা উজ্জ্বল প্রতীক
আহলে বাইতে রাসূল সত্যের পথিক
বারেবারে স্মরি তাই কারবালা কাহিনীক৷