শাহ আস্তে হোসাইন, 
বাদশা আস্তে হোসাইন , 
দ্বীন আস্তে হোসাইন, 
দ্বীন পানা আস্তে হোসাইন, 
সার-দাদ না-দাদ দরদস্তে ইয়াজিদ , 
হাক্কে বেনায়ে লা-ইলাহা আস্তে হোসাইন।

অর্থাৎ,
সম্রাট হলেন হোসাইন, 
বাদশাহ হলেন হোসাইন, 
দ্বীন হলেন হোসাইন, 
দ্বীনের আশ্রয় হলেন হোসাইন।
শির দিয়েছেন তবুও ইয়াজীদের হাতে হাত রাখেন নি, 
প্রকৃতপক্ষে হোসাইন লা-ইলাহার বুনিয়াদ।
—সুলতানুল হিন্দ হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতী আজমীরী সাঞ্জেরী (রহ.)



"ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কি বাত। 
অর্থাৎ, প্রত্যেক কারবালার শেষেই (ফিত্নামুক্ত হয়ে) ইসলাম জিন্দা হয়।"
Top