নবির দরুদ
মুহাম্মদ ফয়সাল 
================
পড় সবে সর্বক্ষণে দরুদ তাহার
যার উছিলায় পেয়েছি রবের, রহমতের ভান্ডার 
জগৎ হয়েছে ধন্য, রহমত পেয়েছি অপার
শুন্য মুছে পূণ্যের ছোঁয়ায়, পড়লে দরুদের বাহার।

শান্ত হয় মন, মুছে ব্যথা যা থাকে হৃদয়ে গেঁথে
হৃদয়ের ব্যথা যায় গুঁছে, সুচিত হয় সংযোগ জান্নাতের সাথে
যত জপিবে দুরুদ নবির, বাঁচিবে; যদিও আসে বিপদের তীর 
যুগিবে সাহস বক্ষে সবের,আসিবে ন্যায়ের শক্তি; হইবে বীর। 

অনন্তকাল হইতে তাহার প্রেমে, দিয়েছে প্রেমিক জান কুরবান
দোস্তের প্রেমের পাগলামি দেখে, মালিক হইয়াছেন মেহেরবান
জান্নাত তার লুটাইয়া দিয়েছেন পায়, প্রেমিক তা না চাই
প্রেমিক শুধু চাই দেখা,  যদিও পৌছায় জীবনের শেষ বেলায়। 

আমি পাপী গুনাহগার হে পরওয়ারদিগার
তুমি রহিম, তুমি রহমান, দয়াময় অপার
দোস্তের তরে করো ক্ষমা এই পাপীরে
দাও জ্ঞান, দাও প্রজ্ঞা, হে মহান প্রভু
অতীত সোনালী আনিতে চাই ফিরে 
শয়তানের বেড়াজাল দিবো উপড়ে 
জয়গান গাইবো সত্যের, মিথ্যাকে দিবো ঘিরে।

নবি প্রেমে মজনু হয়ে জয় এনেছে বীরের দল
হন্যে হয়ে খুঁজে খুঁজে পিশেছিল শয়তানি বল
আলোর জ্যোতি নিয়ে এসেছিল এ ধরায়
মুছিয়েছে  কালোদাগ শান্তির বাণীর ধারায়।

Top