প্রখ্যাত সাহাবী, হযরত সাইয়্যিদুনা আবু আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহুর মাযার শরীফ, ইস্তাম্বুল, তুরস্ক।
❝নিশ্চয় ফেরেশতারা (দ্বীনের) জ্ঞান অন্বেষণকারীর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে তাদের পদতলে নিজেদের ডানা বিছিয়ে দেন।❞ [তিরমিযী] "ইসলামী বিশ্বকোষ" অ্যাপটি Playstore এ পাবেন।