🌟দাড়ি সম্পর্কে হাদিসে এসেছেঃ
❄রাসুল (ﷺ) ইশরাদ করেছেন, ‘তোমরা গোঁফ কাটো এবং দাড়ি লম্বা করো, আর অগ্নিপূজকদের বিরোধিতা করো"
📖(মুসলিম শরিফ : ১/১২৯)
📖(বুখারি শরিফ : ২/৮৭৫)
🌟দাড়ি একটি উত্তম সুন্নাত আর...
❄রাসূল (ﷺ) ইরশাদ করেন,"যে আমার সুন্নাত থেকে বিরাগভাজন হয় সে আমার উম্মত নয়"
📖(মুসলিম, ৩২০৬)
🌟আলেমগনের মতে দাড়ির পরিমাণ একমুষ্টি হতে হবে তাছাড়া হাদিসেও এসেছেঃ
❄হযরত ইবনে ওমর (رضي الله تعالى عنه) যখন হজ্ব বা ওমরা করতেন, তখন তিনি তার দাড়িকে মুঠ করে ধরতেন, তারপর অতিরিক্ত অংশ কেটে ফেলতেন।
📖(সহীহ বুখারী, হাদীস নং-৫৫৫৩)
❄এখানে যদিও হজ্ব ও উমরার সময়ের কথা বলা হয়েছে ,কিন্তু মুহাদ্দিসীনরা বলেন তিনি তা সব সময়ই করতেন । এ ছাড়াও আবু দাউদ ও নাসাঈর বর্ণনায় ইবনে উমরের (رضي الله تعالى عنه) হজ্ব ও উমরা ছাড়া অন্য সময়েও দাড়ি এক মুঠের বেশীটুকু কেটে ফেলার কথা রয়েছে"
📖(ফাতহুল বারীঃ খন্ড-১০ পৃঃ ৩৬২)
❄আবু যুরআ (رضي الله تعالى عنه) বলেন, আবু হুরায়রা (رضي الله تعالى عنه). তাঁর দাড়ি মুঠ করে ধরতেন। এরপর এক মুষ্ঠির অতিরিক্ত অংশ কেটে ফেলতেন।
📖(মুসান্নাফ ইবনে আবী শাইবা ১৩/১১২, হাদীস : ২৫৯৯২; ২৫৯৯৯)
🌟শয়তানের ধোকা🌟
❄আল্লাহ তা'আলা বলেন,
শয়তান বললঃ আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশ গ্রহণ করব। তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব; তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলব এবং তাদেরকে আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়"
📖[আন-নিসাঃ ১১৮-১১৯]
(কুরআনের তাফসিরকারকগন বলেনঃদাড়ি কেটে ফেলাও আকৃতি পরিবর্তনের শামিল)
❄বিখ্যাত তাবেয়ী ইমাম উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা রাহ. বলেন, জনৈক অগ্নিপূজক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসেছিল। তার দাড়ি মুন্ডানো ছিল ও মোচ লম্বা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এটা কী?’ সে বলল, ‘এটা আমাদের ধর্মের নিয়ম।’ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘কিন্তু আমাদের দ্বীনের বিধান, আমরা মোচ কাটব ও দাড়ি লম্বা রাখব।’
📖(মুসান্নাফে ইবনে আবী শাইবা ১৩/১১৬-১১৭, হাদীস : ২৬০১৩)
❄কোরআন শরীফে সরাসরি দাড়ি রাখার কথা বলা হয়নি তবে হারুন আঃ এর ঘটনায় দাড়ির কথা উল্লেখ রয়েছে ।পবিত্র কুরআনে দাড়ি সম্পর্কে একটি আয়াত আছে- মুসা (আঃ) তাঁর কওমের নিকট ফিরে এসে যখন দেখলেন তাঁর কওম গোমরা হয়ে গেছে, তখন তিনি হারুন (আঃ) কে প্রশ্ন করলেন এবং হারুন (আঃ) জবাবে বলেনঃ
“হে আমার মায়ের ছেলে! আমার দাড়ি ধরো না এবং আমার মাথার চুলও টেনো না”
📖[ত্বোয়া-হা, আয়াত ৯৪]
🌟প্রিয় ইসলামি ভাইয়েরা দাড়ি রাসুল (ﷺ) এর মহান সুন্নাত, দাড়ি মুসলিমের নিদর্শন, দাড়ি আল্লাহর এক অমূল্য নিয়ামত, তাই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা উচিত দাড়ি রাখা উচিত। দাড়ি এমন একটি সুন্নাত যেটি কবরে নিয়ে যেতে পারব। মনে রাখবোন যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে সে সেই অবস্থায় উঠবে, দাড়ি না রেখে ঐ মুশরিকের আকৃতিতে কীভাবে রাসূলের সামনে শাফায়াত চাইব❓
💐হে আল্লাহ! আমাদের সকলকে ইসলামি শরিয়তের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন💐