জিজ্ঞাসা–৯১৩: পা ভাঙলে দীঘর্দিন ব্যানডেজ থাকলে সহবাস করলে কিভাবে ফরজ গোসল আদায় করবে? Saidul

জবাব: ভাঙ্গা-মচকা ইত্যাদি কারণে যদি শরীরের কোন অঙ্গে পট্টি বা ব্যান্ডেজ থাকে এবং এই অবস্থায় গোসল ফরজ হয়ে যায় তাহলে সে স্থান ধৌত করার পরিবর্তে তার উপর মাসেহ করে (ভেজা হাত বুলিয়ে) নিবে। এক্ষেত্রে তায়াম্মুম করবে না। কেননা মাসেহ ধোয়ার পরিবর্তে ব্যবহার করা হয়েছে। যতদিন পর্যন্ত ব্যান্ডেজ থাকবে ততদিন পর্যন্ত মাসেহ করা জায়েয।

পদ্ধতিটা এরকম হতে পারে যে, ব্যান্ডেজ করা অংশটুকুতে পলিথিন জাতীয় কিছু পেঁচিয়ে গোসল করবে। এরপর পলিথিন খুলে যে অংশটুকু ধোয়া যায় নি তা মাসেহ করে নিবে।

কিন্তু যদি এভাবেও গোসল করা সম্ভব না হয় তাহলে গোসলের পরিবর্তে তায়াম্মুম করবে। (বাদায়েউস সানায়ে ১/৯০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
Top