ইমামুস সাদিস হযরত ইমাম জাফর ছদিক্ব (রাদ্বিআল্লাহু আনহু)(হিজরী ৯৬-১৪৮)

তিনি মাত্র ১১ বছর বয়স মুবারকে সূর্য, চন্দ্র এবং অন্নান্য গ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মানের আ্যরিস্টোটল এবং টলেমী কর্তৃক যে তত্ত্ব প্রচলিত ছিল তা ভুল/অমূলক বলে প্রতিপন্ন করেন। এছাড়াও তিনি বলেছিলেন যে, পৃথিবী এর নিজ অক্ষের উপর ঘূর্ণায়মান। 

তিনি বলেন  “এই মহাবিশ্ব একটি ক্ষুদ্র কণা থেকে সৃষ্টি হয়েছে, যার দুইটি বিপরীতমুখী মেরু ছিল। এই কণা থেকেই পরমাণু সৃষ্টি হয় এবং এভাবেই বস্তু সৃষ্টি হয়েছে। এরপর এই বস্তুটি অনেক ভাগে বিভক্ত হয়। এই বিভক্তি সংঘটিত হয়েছে পরমাণুগুলোর ঘণত্ব অথবা বিরলতার কারণে।”

মহাবিশ্ব সম্পর্কে ইমামুস সাদিস হযরত ইমাম জাফর ছদিক্ব (রাদ্বিআল্লাহু আনহু) এর আরেকটি উল্লেখযোগ্য তত্ত্ব হচ্ছে– “মহাবিশ্ব কখনোই একই অবস্থায় নেই। একসময় এটি প্রসারিত হয় এবং একসময় হয় সংকুচিত।”


Top