সন‌দে জা‌মেয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া কা‌মিল মাদ্রাসা-৩য় পর্ব
🖋কৃতঃ মহিউদ্দিন ফাহিম
আল্লামা জালাল উ‌দ্দিন আল ক্বাদেরী রাহমাতুল্লহি আলাই‌হি পর্যন্ত  সহীহ বুখা‌রি শরী‌ফের ১ম-সনদ:
১. হুজ্জাতুল্লা‌হি শায়খ ইমাম মুহাম্মদ ইব‌নে ইসমাঈল বুখা‌রি রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
২. শায়খ মুহাম্মদ ইব‌নে ইউছুফ ইব‌নে মত্বর ফের‌েবরী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
৩. শায়খ আব্দুর রহমান ইব‌নে আব্দুল আওয়াল ফারগানী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
৪. শায়খ বুরহান ইবরাহীম ইব‌নে মুহাম্মদ ইব‌নে সাদাক্বা দিমাস্কী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
৫.শায়খ ইমাম ইয়াহইয়া ইব‌নে মুকাররম ত্বাবারী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
৬.শায়খ আহমদ ইব‌নে আজলী ইয়ামনী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
৭. শায়খ হাসান আজীমী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
৮. শায়খ মুহাম্মদ উক্বায়লী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
৯.শায়খ আলী আদাভী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
১০. *শায়খ মুহাম্মদ আমীর ক‌বির রাহমাতুল্ল‌হি আলাই‌হি, **শায়খ হাসান জাদাভী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, *** শায়খ আব্দুল আলীম রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনাদের থে‌কে শু‌নে‌ছেন,
১১. মিশরের মুফ‌তি‌য়ে আযম, মারা‌ক্বিউল ফালাহ এবং দুররুল মুখতার গ্রন্হের টীকা লেখক, ইমাম, শায়খ, সৈয়‌্যদ আহমদ ইব‌নে মুহাম্মদ  ত্বাহত্বাভী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
১২. মক্কা মুকাররমার মুফ‌তি‌য়ে আহনাফ শায়খ সৈয়‌্যদ মুহাম্মদ ইব‌নে সৈয়‌্যদ হোসাইন কুতুবী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
১৩. মস‌জি‌দের হারাম শরী‌ফের ইমাম, শায়খ সৈয়‌্যদ মুহাম্মদ সা‌লেহ কুতুবী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
১৪. আল্লামা সৈয়‌্যদ মুহাম্মদ মক্কী কুতুবী খিলাওতী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
১৫.আল্লামা শায়খুল কুল মাওলানা মুহাম্মদ গুল কাবূলী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
১৬. সদরুল আফা‌যিল আল্লামা সৈয়‌্যদ মুহাম্মদ নঈম উ‌দ্দিন মুরাদাবাদী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
১৭. শায়খুল হাদীস আল্লামা সৈয়‌্যদ মুহাম্মদ নুরুচ্ছফা নঈমী রাহমাতুল্ল‌হি আলাই‌হি, উনার থে‌কে শু‌নে‌ছেন,
১৮. খতী‌বে বাঙ্গাল, অধ‌্যক্ষ আল্লামা জালাল উ‌দ্দিন আলক্বা‌দেরী রাহমাতুল্ল‌হি আলাই‌হি।

আমীন, বিহুর‌মাতে  সাই‌য়্যিদিল মুরসা‌লিন।
(চল‌বে )
Top