জিজ্ঞাসা–৯০২: ইসলাম আগমণের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য কি? রাসূল (দ.) এর প্রকৃত জীবনী জানা যায় এমন একটি সীরাত গ্রন্থের নাম উল্লেখ করবেন কী?–হাবিব সোহেল।

জবাব:

ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কী–এটা ফুটে ওঠে বিশিষ্ট সাহাবী রিবঈ ইবন আ’মির রাযি.-এর ঐতিহাসিক বক্তব্য থেকে যা তিনি পারস্য সেনাপতি রুস্তমের উদ্দেশ্যে বলেছিলেন,

الله ابتعثنا لِنُخْرِجَ مَنْ شَاءَ مِنْ عِبَادَةِ الْعِبَادِ إِلَى عِبَادَةِ اللَّهِ ،ومنْ جورِ الأديانِ إلى عدلِ الإسلَامِ وَمِنْ ضِيقِ الدُّنْيَا إِلَى سِعَةِ الدُّنْيَا وَ الْآخِرَةِ

আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, যাতে আমরা আল্লাহর ইচ্ছায় লোকদের মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর গোলামির দিকে, বিভিন্ন ধর্মের অত্যাচার থেকে বের করে ন্যায় ও ইনসাফের ধর্ম ইসলামের দিকে, সংকীর্ণ পৃথিবীর মোহ হতে প্রশস্ত দুনিয়া ও আখেরাতের দিকে নিয়ে যেতে পারি। (আল বিদায়া ওয়ান নিহায়া ৭/৩৯)

উক্ত বক্তব্যে থেকে বুঝা যায়, ইসলামের মৌলিক উদ্দেশ্য তিনটি–

১. তাওহিদ বাস্তবায়ন।

২. ইনসাফ প্রতিষ্ঠা।

৩. মানুষকে দুনিয়া ও আখেরাতের সফলতার পথ দেখানো।

Top