ছােটদের উপর স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধা এবং 

ওলামাদের সম্মান করার ফযীলত 

এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]

সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ


▶১৪৭... হযরত সায়্যিদুনা ওবাদা বিন ছামিত (رضي الله عنه) বর্ণনা করেন: আমি নবীয়ে আকরাম, নূরে মুজাসসাম (ﷺ) কে ইরশাদ করতে শুনেছি, “যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান, ছােটদের স্নেহ করে না এবং আমাদের আলেমদের হক সম্পর্কে জানে না (অর্থাৎ তাদের সম্মান করে না) সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।”

(আল মুসনাদ লিল ইমাম আহমদ বিন হাম্বল, হাদীস ওবাদা বিন সামিত, হাদীস নং- ২২৮১৯, ৮/৪১২।)


▶১৪৮... হযরত সায়্যিদুনা সাবাহ (رضي الله عنه) তাঁর দাদা থেকে বর্ণনা করেন: প্রিয় নবী (ﷺ). রাসূলে আরবী (ﷺ) ইরশাদ করেন: “সাদা চুল সম্পন্ন মুসলমান এবং কোরআনের ধারকগণ (অর্থাৎ আলিম ও হাফিয) যারা কোরআন নিয়ে বাড়াবাড়ি করে না, তা এড়িয়েও চলে না, তাদেরকে সম্মান করা আল্লাহ তায়ালাকেই সম্মান করার ন্যায়।”

(সুনানে আবী দাউদ, কিতাবুল আদব, বাবু ফি তানযিলিন নাস মানাযিলহুম, হাদীস নং- ৪৮৪৩, ৪/৩৪৪)


▶১৪৯... হযরত সায়্যিদুনা আনাস বিন মালিক (رضي الله عنه) থেকে বর্ণিত, নবীয়ে রহমত, শফীয়ে উম্মত (ﷺ) ইরশাদ করেন: “যে যুবক কোন বৃদ্ধকে তার বয়সের কারণে সম্মান করলাে, তবে তার পরিবর্তে আল্লাহ তায়ালা অন্য কাউকে দিয়ে তার সম্মান করাবেন।”

(সুনানে তিরমিযী, কিতাবুল বিররে ওয়াস সিলাহ, বাবু মাজা ফি আজলাল কবীর, হাদীস নং-২০২৯, ৩/৪১১।)

Top