জিজ্ঞাসা–৯৬১: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অযু চলাকালীন সময়ে যদি পায়খানার রাস্তা দিয়ে বায়ু বের হয় তাহলে কী করণীয়? যেমন: আমি কুলি করলাম, নাকে পানি দিলাম এরপর বায়ু বের হলো, আবার একেবারে অযুর শেষ পর্যায়ে পা ধৌত করার সময় বায়ু বের হলে। উত্তর মেইল করলে উপকৃত হব।।–মোহাম্মদ মনজুরুল আলম।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

অযুরত অবস্থায় অযু ভঙ্গের কারণ ঘটলে প্রথম থেকে আবার অযু করতে হবে। (ফাতাওয়া মাহমুদিয়া ৫/৪০ ডাবেল)

سُئلت عمن أحدث أثناء وضوئہ ہل یکفیہ إتمامہ لذٰلک الوضوء أو یلزمہ الاستیناف؟ فالجواب أنہ یلزمہ الاستیناف کما أفتی شیخ الإسلام علی الاٰفندي (فتاویٰ الکاملیۃ ۱۰، بحوالہ حاشیۃ: فتاویٰ محمودیہ ۵؍۶۰ ڈابھیل)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
Top