আসসালামু আলাইকুম
প্রশ্ন: রোজা অবস্থায় দাঁড়ি, নখ, কাটা যায়েজ আছে কি?
নামঃ তাবাসসুম
ঠিকানাঃকুমিল্লা
ওয়ালাইকুমুচ্ছালাম
জবাব:--
নক কাটার প্রসঙ্গে:--
জ্বী | জায়েজ আছে | এতে রোযার কোন ক্ষতি হবে না যদিও তবে রোযা অবস্থায় নখ না কাটাই উত্তম কারন অনেক সময় দেখা যায় নখ কাটতে গেলে হঠাৎ করে ব্লেড লেগে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে | তাতে রোযা ভঙ্গ হবার আশঙ্কা আছে |
দাড়ি প্রসঙ্গে:-
রামাদ্বান মাস ছাড়া ই তো দাড়ি কাটা নাজায়েজ. ! তাহলে আবার রমজানে কিভাবে যায়েজ হবে। অবশ্যই নাজায়েজ। তবে এক মুষ্টিমেয় পরিমাণ দাঁড়ি থাকলে তার বাইরে দাঁড়ি ছাটা যায়।