জিজ্ঞাসা–৮৬আমার জন্য আমার মায়ের খালাতো বোনকে  বিবাহ করা জায়েয হবে কিনা?–আবিদুর রহমান: abid88@yahoo.com

জবাব:হাঁ, মায়ের খালাতো বোনকে  বিবাহ করা জায়েয। কেননা মায়ের খালাতো বোন মাহরামের অন্তর্ভুক্ত নয়। (সূরা নিসা (৪) : ২৪; তাফসীরে মাযহারী ২/২৬৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
Top