জিজ্ঞাসা–৯৫১: গোসল করার পর ওযু না করে নামাজ পরলে নামজ হবে কি?–Md sohag miya
জবাব: গোসলের সকল নিয়ম মেনে গোসল করলে সেখানে অযু ও পবিত্রতার সকল শর্তও পূরণ হয় বিধায় আলাদাভাবে অযু করার প্রয়োজন পড়ে না ।
عَنْ عَائِشَةَ، – رضى الله عنها – قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِﷺ لاَ يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ
আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ ﷺ গোসলের পর অযু করতেন না। (সূনান নাসাঈ: ২৫৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
মাওলানা উমায়ের কোব্বাদী