মুসলমান ভাইয়ের পক্ষে জায়িয সুপারিশ করার ফযীলত
এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]
সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ
▶১৩০... হযরত সায়্যিদুনা আবু মুসা আশআরী (رضي الله عنه) থেকে বর্ণিত, সুন্দর চরিত্রের আধার, আল্লাহ পাকের প্রিয় হাবীব (ﷺ) ইরশাদ করেন: “যখন কোন ব্যক্তি আবেদন নিয়ে আসে, তবে তার পক্ষে সুপারিশ করাে, যাতে তুমি প্রতিদান পাও আর আল্লাহ তায়ালা যদি চান, তবে তাঁর নবীর মুখ দিয়ে ফায়সালা করিয়ে দিবেন।”
(সহীহ বুখারী, কিতাবুয যাকাত, হাদীস নং- ১৪৩২, ১/৪৮৩।)
▶১৩১... হযরত সায়্যিদুনা সামুরা বিন জুনদুব (رضي الله عنه) থেকে বর্ণিত, খাতামুল মুরসালীন, রাহমাতুল্লিল আলামীন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন: “সর্বোত্তম সদকা হলাে মুখের সদকা।” সাহাবায়ে কিরামগণ (رضي الله عنه) আরয করলেন: “ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! মুখের সদকা কী?” ইরশাদ করলেন: “তােমার সেই সুপারিশ যা দ্বারা কোন কয়েদী মুক্তি পেলাে, কারাে জীবন বেঁচে গেল এবং কোন কল্যাণ তােমার ভাইয়ের দিকে বাড়িয়ে দাও এবং তার কাছ থেকে কোন বিপদ দূর করাে।”
(শুয়াবুল ঈমান, বাবু ফি 'তান আলাল বিররে ওয়াত তাকওয়া, হাদীস নং- ৭৬৮৩, ৬/১২৪।)
▶১৩২... উম্মুল মুমিনীন হযরত সায়্যিদাতুনা আয়েশা সিদ্দীকা (رضي الله عنه) থেকে বর্ণিত, হুযুরে আকরাম, নূরে মুজাসসাম (ﷺ) ইরশাদ করেন: “যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের কোন ভাল কাজে কিংবা কোন সমস্যা সমাধানের জন্য বাদশার নিকট সুপারিশ করবে, তবে আল্লাহ তায়ালা পুলসিরাত অতিক্রম করতে যে দিন পা পিছলে যাওয়ার উপক্রম হবে, তখন তাকে সাহায্য করবেন।”
(আল মুজামুল আওসাত, হাদীস নং- ৩৫৭৭, ২/৩৭৪।)
▶১৩৩... হযরত সায়্যিদুনা আবু সাঈদ খুদরী (رضي الله عنه) থেকে বর্ণিত, সায়্যিদে আলম, নূরে মুজাস্সাম (ﷺ) ইরশাদ করেন: “অত্যাচারি শাসকের সম্মুখে সত্য কথা বলা অনেক বড় জিহাদ।”
(সুনানে তিরমিযী, কিতাবুল ফিতন, বাবু মাজা আফযালুল জিহাদ, হাদীস নং- ২১৮১, ৪/৭২।)