আসসালামু আলাইকুম

প্রশ্ন: সব সময় মেয়েদের সাদা স্রাবের প্রবলেম থাকলে কি নামাজ,রোজা হবে?আর নামাজের সময় কি কাপড় পরিবর্তন করতে হবে?রেফারেন্স সহ দিলে উপকৃত হতাম। সুমাইয়া বিন্তে আয়েশা  

    ওয়ালাইকুমুচ্ছালাম

    ________কৃত________

       ইমরান আহমেদ



জবাব:--

মেয়েদের সাদা স্রাব বের হওয়া যাকে লিউকোরিয়া বলে,


#সাদা_স্রাবের_মাসআলা_হলো

– কারো যদি এত বেশি সাদা স্রাব নির্গত হতে থাকে যে, কোন নামাজের সম্পূর্ন ওয়াক্তের মাঝে এত টুকু সময় বিরত হয়না যার মাঝে সে তাড়াতাড়ি করে অজুর ফরজ অংঙ্গগুলো ধুয়ে ফরজ নামাজ আদায় করতে পারে।

এরুপ হলে সেই মেয়ে মাজুর (অক্ষম) বলে গন্য হবে এবং মাজুর ব্যাক্তি প্রতি ওয়াক্ত এর জন্য অজু করবে…

এবং অজুর পূর্বে স্রাব ধুয়ে নিবে।

এবং পাক পায়জামা পড়বে।

তারপর নামাজের মাঝে সাদা স্রাব বের হলেও নামাজ ভাঙ্গবেনা, ওভাবেই নামাজ পড়ে নিবে।

এবং সাদা স্রাব বের হওয়া ছাড়া অন্য কোন অজু ভঙ্গকারী কিছু পাওয়া না যায় তাহলে এই ওয়াক্তে যত খুশি নামাজ পড়তে পারবে।

কুরআন তেলাওয়াত করতে পারবে।

আর যদি এরপর কখনো এমন একটা ওয়াক্ত অতিবাহিত হয় যার মাঝে একবার ও ওই কারন পাওয়া না হয়।

অর্থাৎ একবার ও সাদা স্রাব বের না হয়।

তাহলে সে আর মাজুর থাকবেনা।

এখন যদি কারো অবস্থা মাজুর এর হয়ে থাকে তাহলে এই হুকুম।


– আর যদি মাজুর হওয়ার অবস্থা না হয়ে থাকে তাহলে প্রতি ওয়াক্ত শুরু হওয়ার পর থেকেই অজু করতে হবে।

নামাজে সাদা স্রাব বের হলে নামাজ ভেংঙ্গে যাবে এবং তখন আবারো অজু করতে হবে আর পায়জামায় তা লেগে থাকলে তাও পালটে নিতে হবে।

তবে সামান্য তথা কয়েনের চেয়ে কম লাগলে ওই পায়জামা পড়েই নামাজ হবে।

যদিও পালটে পড়াই উত্তম।

এভাবে কয়েকবার অজু করে ফরজ পড়া গেলে কষ্ট হলেও কয়েকবার অজু করতে হবে।


 [{ফিকহুস সুনান৩খন্ড৩৩৩পৃষ্টা}]


      🌴মোবারকবাদ🌴

Top