জিজ্ঞাসা–৯৭৫: সাহু সিজদাহ সম্পর্কে জানতে চাই। কী কি কারণে সাহু সিজদাহ দিতে হয় এবং কোন সময়ে দিতে হবে? দয়াকরে বিস্তারিত আলোচনা করবেন। আমি কিছুদিন আগে এই প্রশ্ন করেছিলাম কিন্তু উত্তর পাইনি! আশা করি আমরা এর উত্তর পাবো। ইমেইলে উত্তর পেলে খুশি হবো।– M Arafat Hossain
জবাব: যে সকল কারণে সাহু সিজদা দিতে হয় তাহল,
- নামাজের মধ্যে কোন ফরজ বা ওয়াজিব আদায়ে বিলম্ব হলে।
- কোন ফরজ দুইবার আদায় হলে।
- নামাজের মধ্যে কোন ফরজ আগ-পর করে ফেললে।
- কোন একটি বা কয়েকটি ওয়াজিব বাদ পড়লে।
- কোন ওয়াজিব পরিবর্তন করলে। (নাজমুল ফাতাওয়া ২/৪৫৪)
সাহু সিজদা করার উত্তম পদ্ধতি হল, শেষ রাকআতে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু…) পড়ে ডান দিকে সালাম ফিরাবে, তারপর নিয়ম মত দুটো সিজদা করে আবার তাশাহহুদ, দরূদ ও দুআয়ে মাছুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে। হাদিস শরিফে এসেছে,
عن علقمة: أن عبد الله سجد سجدتي السهو بعد السلام، وذكر أن النبي ﷺ فعله
আলকামা থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. সাহু সিজদা সালামের পরে করেছেন এবং উল্লেখ করেছেন, নবী ﷺ এরূপ করেছেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৪৪৭৫)
মাওলানা উমায়ের কোব্বাদী