হাকীকী শহীদগণের মর্যাদা-৫ম অংশ


❏ ৩১. যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদি মৃত্যু কামনা করে,আল্লাহ্ তাকে শহীদদের মর্যাদায় পৌছিয়ে দিবেন,যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে।

[সহীহ মুসলিমঃ ৪৭৭৮]


❏ ৩২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,যে মুসলিম-


*(ক.) তার দ্বীনের জন্য নিহত হল সে শহীদ

*(খ.) যে তার জীবন রক্ষার্থে নিহত হয় সে শহীদ

*(গ.) যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ

*(ঘ.) যে ব্যক্তি তার পরিবার রক্ষার্থে নিহত হয় সে শহীদ।

[তিরমিযী হা/১৪২১, আবুদাঊদ, নাসাঈ, মিশকাত হা/৩৫২৯ ‘ক্বিছাছ’ অধ্যায়]


❏ তিঁনি আরও বলেন,

*(ঙ.) যে ব্যক্তি মযলূম অবস্থায় নিহত হয়, সে শহীদ।

[আহমাদ হা/২৭৮০, ছহীহুল জামে‘ হা/৬৪৪৭]


*(চ.) যে ব্যক্তি তার ন্যায্য অধিকার রক্ষায় নিহত হয় সে শহীদ।

[মুসনাদে আবু ইয়া‘লা হা/৬৭৭৫; সনদ হাসান]


❏ ৩৩. হযরত আবুল আওয়ার সাইদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফায়ল (আশারাহ মুবাশশিরাহ অর্থাৎ পৃথিবীতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবীর অন্তর্ভুক্ত) বর্ণনা করেন,আমি রাসুল ﷺ-কে বলতে শুনেছি,যে ব্যক্তি তার ধনমালের হেফাজতের কারণে নিহত হয়েছে সে শহিদ।আর যে ব্যক্তি নিজের জীবনের হেফাজতের কারণে নিহত হয়েছে সেও শহিদ।যে ব্যক্তি স্বীয় দ্বীনের হেফাজতকালে নিহত হয়েছে সেও শহিদ আর যে ব্যক্তি নিজের স্ত্রী-সন্তানদের হেফাজতকালে নিহত হয়েছে সেও শহিদ। [রিয়াদুস সলেহিন-১৩৬৪,আবু দাউদ- ৪৭৭২,তিরমিযি-১৪১৮,১৪২১।ইমাম তিরমিযি বলেন হাদিসটি হাসান সহিহ]


❏ ৩৪. হাদিস শরীফে ইরশাদ হয়েছে


أن جابر بن عتيك أخبره :أن رسول الله صلى الله عليه و سلم قال الشهداء سبعة سوى القتل في سبيل الله المطعون شهيد والغرق شهيد وصاحب ذات الجنب شهيد والمبطون شهيد والحرق شهيد والذي يموت تحت الهدم شهيد والمرأة تموت بجمع شهيد

হযরত জাবের বিন আতীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত।রাসুল সল্লাল্লাহু তা’য়ালা আলাইহে ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকার শহীদ রয়েছে।


*(ক.) মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ।

*(খ.) পানিতে নিমজ্জিত শহীদ।

*(গ.) শয্যাশায়ী অবস্থায় মৃত শহীদ।

*(ঘ.) পেটের রোগ মৃত্যুবরণকারী শহীদ।

*(ঙ.) আগ্নিদগ্ধ ব্যক্তি শহীদ।

*(চ.) যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায় সেও শহীদ।

*(ছ.) সন্তান প্রসব করতে মারা যাওয়া নারীও শহীদ।

[মুয়াত্তা মালিক-৫৫৪/৮০২,আল মু’জামুল কাবীর,হাদিস নং-১৭৮০,সহীহ কুনুজু সুন্নাতিন নাবাবিয়্যাহ, হাদিস নং-২]


❏ জাবের বিন আতিক (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুল ﷺ সাহাবিদের প্রশ্ন করেন, তোমরা শাহাদাত (শহীদি মৃত্যু) বলতে কী বুঝো? তারা বললেন, ‘আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হওয়াকেই আমরা শাহাদাত মনে করি।’ রাসুল ﷺ বললেন, ‘আল্লাহর পথে নিহত হওয়া ছাড়াও সাত ধরনের শাহাদাত রয়েছে।


*(ক.) প্লেগ-মহামারিতে যে মারা যায়,সে শহীদ।

*(খ.) পানিতে ডুবে যে মারা যায় যায়,সে শহীদ।

*(গ.) শয্যাশায়ী অবস্থায় যে মারা যায়, সে শহীদ।

*(ঘ.) পেটের পীড়ায় যে মারা যায়,সে শহীদ।

*(ঙ.) আগুনে পুড়ে যে মারা যায়,সে শহীদ।

*(চ.) ভূমি, ভবন বা দেয়াল ধসে যে মারা যায়,সে শহীদ।

*(ছ.) যে নারী গর্ভধারণে বা প্রসবজনিত কষ্টে মারা যায়,সে শহীদ।’

[আবু দাউদ,হাদিস নং ৩১১১; নাসাঈ, হাদিস নং ১৮৪৬]


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যত্র বলেন, আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি ছাড়াও আরও সাত জন শহীদ রয়েছে। তারা হল:

*(ক.) মহামারীতে মৃত (মুমিন) ব্যক্তি

*(খ.) পানিতে ডুবে মৃত ব্যক্তি

*(গ.) ‘যাতুল জাম্ব’ নামক কঠিন রোগে মৃত ব্যক্তি।

*(ঘ.) (কলেরা বা অনুরূপ) পেটের পীড়ায় মৃত ব্যক্তি

*(ঙ.) আগুনে পুড়ে মৃত ব্যক্তি

*(চ.) ধ্বসে চাপা পড়ে মৃত ব্যক্তি ও

*(ছ.) গর্ভাবস্থায় মৃত মহিলা।

[আবুদাঊদ,নাসাঈ, মিশকাত হা/১৫৬১, সনদ ছহীহ]


টিকা (গ)

[এটি সে যুগে একটি কঠিন মরণব্যাধি হিসাবে প্রসিদ্ধ ছিল।নামটি স্ত্রীলিঙ্গ হওয়ায় রোগটি মেয়েদের মধ্যেই অধিকহারে হ’ত বলে ধারণা করা হয়। যেসব গর্ভবর্তী মেয়েদের পেটে বাচ্চা মারা যায় এবং সেকারণে মাও মারা যায়,ঐ মেয়েকে যাতুল জাম্ব-এর রোগিনী বলা হয়।ইবনু হাজার বলেন, এটিই প্রসিদ্ধ (ফাৎহুল বারী হা/২৮২৯-এর ব্যাখ্যা, ৬/৫১ পৃঃ)। (বর্তমান যুগে এই রোগকে বলা হচ্ছে: Pleurisy একটি নির্দিষ্ট ধরণের বুকের ব্যথা।-আব্দুল্লাহিল হাদী]


🌺 উল্লেখ্য যে,ঐ সকল মুমিন ব্যক্তি আখেরাতে শহীদের নেকী পাবেন।যদিও দুনিয়াতে তাদের গোসল ও জানাযা করা হবে।পক্ষান্তরে আল্লাহর রাস্তায় যুদ্ধে নিহত শহীদের গোসল নেই। তিনি ঐ অবস্থায় ক্বিয়ামতের দিন উঠবেন।

[বুখারী হা/৪০৭৯; মিশকাত হা/১৬৬৫; মির‘আত হা/১৬৭৯, ৫/৪০০ পৃঃ]


🌺মহামারিতে মৃত্যুবরণকারী।এ মর্যাদা সে ব্যক্তিও লাভ করবে যে মহামারি চালাকালীন আক্রান্ত এলাকায় সওয়াবের নিয়তে ধৈর্য্য ধরে অবস্থান করে এবং সে সময় স্বাভাবিক মৃত্যুবরণ করে।

[সহিহ বুখারি ১/১৬২পৃ: হা: ৬৫৩]


🌺আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত।অন্য হাদিসে রাসুল ﷺ বলেন, ‘মহামারীর কারণে মারা যাওয়া প্রতিটি মুসলিমের জন্য শাহাদাত।’

[বোখারি,হাদিস: ২৮৩০]


🌺আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল ﷺ বলেন,‘পাঁচ প্রকার মৃত শহীদ মহামারীতে মৃত,পেটের পীড়ায় মৃত,পানিতে ডুবে মৃত, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত এবং যে আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে।’

[বোখারি,হাদিস: ২৮২৯]


🌺রাসুল ﷺ বলেন “যে ব্যক্তি মহামারীতে মারা যায় সে শহীদ,যে ব্যক্তি পেটের পীড়ায় (কলেরা, ডায়রিয়া ইত্যাদি) মারা যায় সে শহীদ ও যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সে শহীদ।

[মুসলিম, মিশকাত হা/৩৮১১; ছহীহুল জামে‘ হা/৬৪৪৯]


🌺পানিতে ডুবে মৃত্যুবরণকারী/ডায়রিয়ায় বা পেটের পীড়ায় মৃত্যুবরণকারী/বিল্ডিং ধ্বসে বা দেয়াল চাপা পড়ে নিহত ব্যক্তি।

[সহিহ বুখারি-১/১৬২পৃ. হা: ৬৫৩]


🌺সন্তান প্রসবকালে মৃত্যুবরণকারী অথবা প্রসবান্তে নেফাস চলাকালীন মৃত্যুবরণকারীনী/অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী।

[ইবনে মাজাহ-৩/৩৬৬পৃ. হা: ২৮০৩]

Top