জিজ্ঞাসা–২৫১: স্ত্রীর হায়েজ অবস্থায় অতিরিক্ত উত্তেজনার কারণে স্ত্রীর যৌনাঙ্গ ছাড়া শরীরে অন্য কোন জায়গা ব্যবহার করে র্বীযপাত করা যাবে কিনা?–নাম প্রকাশে অনেচ্ছুক।
জবাব: স্বামীর জন্য স্ত্রীর ঋতুকালীন সময়ে যোনি ব্যবহার ও পুংমৈথন ছাড়া অন্য সব আচরণের অনুমতি রয়েছে। হাদীস শরীফে এসেছে, ঋতুবতী স্ত্রীর সাথে মেলামেশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রাসূলুল্লাহ ﷺ বলেন,
اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلا النِّكَاحَ
সহবাস ব্যতীত তার সাথে সবকিছু কর। (মুসলিম ৩০২)
اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلا النِّكَاحَ
সহবাস ব্যতীত তার সাথে সবকিছু কর। (মুসলিম ৩০২)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
মাওলানা উমায়ের কোব্বাদী