বেওয়ারিশ শিশুদের শিক্ষা-দীক্ষা এবং বড় হওয়া পর্যন্ত তাদের জন্য ব্যয় করার ফযীলত 

এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]

সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ


▶১১০... উম্মুল মুমিনীন হযরত সায়্যিদাতুনা আয়েশা সিদ্দীকা (رضي الله عنه) থেকে বর্ণিত, নবীয়ে রহমত, শফীয়ে উম্মত (ﷺ) ইরশাদ করেন: “যে ব্যক্তি কোন শিশুর লালন-পালন করে, এমনকি সে "লা ইলাহা ইল্লাল্লাহ" বলা শুরু করে দেয়, তবে আল্লাহ তায়ালা ঐ ব্যক্তির কাছ থেকে হিসাব নিকাশ নিবেন না।”

(আল মুজামুল আওসাত, হাদীস নং- ৪৮৬৫, ৩৭০।)

Top