১৬. রাসূল (ﷺ) এর দৃষ্টিতে সব কিছু হাযির ও নাযিরঃ


আমরা কি করি না করি তিনি তা রওজা শরিফ থেকে অবলোকন করেন। ইতোপূর্বে আমি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) এর হাদিস বর্ণনা করেছিলাম, সেখানে রয়েছে রাসূল (ﷺ) আমাদের ভালো-খারাপ সব কাজ তিনি দেখতে পান। এ বিষয়ে আমরা হযরত আবদুল্লাহ ইবনে উমর (رضي الله عنه) থেকে বর্ণিত আছে,

إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ قَدْ رَفَعَ لِيَ الدُّنْيَا فَأَنَا أَنْظُرُ إِلَيْهَا وَإِلَى مَا هُوَ كَائِنٌ فِيهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ كَأَنَّمَا أَنْظُرُ إِلَى كَفِّي هَذِهِ،. 

-‘‘আল্লাহ তা’য়ালা আমার সামনে সারা দুনিয়াকে তুলে ধরেছেন। তখন আমি এ দুনিয়াকে এবং এতে কিয়ামত পর্যন্ত যা’ কিছু হবে এমনভাবে দেখতে পেয়েছি, যেভাবে আমি আমার নিজ হাতকে দেখতে পাচ্ছি।’’ 

➤ ইমাম আবু নুঈমঃ হুলিয়াতুল আউলিয়াঃ ৬/১০১  পৃষ্ঠা, ইমাম জালালুদ্দীন সূয়তীঃ খাছায়েসুল কোবরাঃ ২/১৮৫  পৃষ্ঠা, ইমাম তাবরানীঃ মু’জামুল কবীরঃ ১/৩৮২ পৃষ্ঠা, মুত্তাকী হিন্দিীঃ কানযুল উম্মালঃ ১১/৪২০ হাদিসঃ ৩১৯৭১, ইমাম কুস্তালানীঃ মাওয়াহেবে লাদুন্নীয়াঃ ৩/৯৫  পৃষ্ঠা, মুত্তাকী হিন্দীঃ কানযুল উম্মালঃ ১১/১৩৭৮ হাদিসঃ ৩১৮১০, হায়সামীঃ মাযমাউদ যাওয়াহিদঃ ৮/২৮৭ পৃষ্ঠা, (এ হাদিসটির সনদের ব্যাপারে অনেক বাতিলপন্থী আপত্তি তুলেছেন। তাদের আপত্তির দাঁতভাঙা জবাব সম্পর্কে বিস্তারিত জানতে হাদিস শাস্ত্রের উপর গবেষনামূলক গ্রন্থ ‘‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’’ ১ম খন্ডের ৫০৭-৫০৮ পৃষ্ঠা, দেখুন।)


হযরত ছাওবান (رضي الله عنه) থেকে বর্ণিত রাসূল (ﷺ) ইরশাদ করেন-  

إِنَّ اللهَ زَوَى لِي الْأَرْضَ، فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا،.

-‘‘আল্লাহ তা‘য়ালা আমার সম্মুখে গোটা পৃথিবীকে এমনভাবে সঙ্কুচিত করে দিয়েছেন যে, আমি পৃথিবীর পূর্বপ্রান্ত ও পশ্চিমপ্রান্ত সমূহ স্বচক্ষে অবলোকন করেছি।’’ 

➤মুসলিমঃ আস-সহীহঃ ৪/২২১৬ হাদিসঃ ২৮৮৯, আবু দাউদঃ আস-সুনানঃ কিতাবুল ফিতানঃ ৪/৯৫ হাদিসঃ ৪২৫২, ইমাম আহমদঃ আল-মুসনাদঃ ৫/২৮৪ হাদিসঃ ২২৫০, আবু দাউদঃ আস-সুনানঃ ৪/৯৭  পৃষ্ঠা, হাদিসঃ ৪২৫২, তিরমিজীঃ আস-সুনানঃ হাদিসঃ ২১৮২, নাসায়ীঃ সুনানে কোবরাঃ হাদিসঃ ১৬২৭, ইবনে হিব্বানঃ আস-সহীহঃ ১৬/ হাদীসঃ ৭২৩৬, ইবনে মাজাহঃ আস-সুনানঃ হাদীসঃ ৩৯৫২, খতিব তিবরিযীঃ মেশকাতঃ ৪/৩৫৪ পৃষ্ঠা, হাদীসঃ ৫৭৫০

Top