মানুষের সাথে হাসিমুখে সাক্ষাৎ করার ফযীলতঃ
এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]
সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ
▶১৮) হযরত সায়্যিদুনা আবু হুরায়রা رضي الله عنه থেকে বর্ণিত, মক্কী মাদানী মুস্তফা (ﷺ) ইরশাদ করেন: “তােমরা মানুষকে নিজেদের সম্পদ দ্বারা খুশি করতে পারবে না, কিন্তু তােমাদের হাসিমুখে সাক্ষাৎ এবং উত্তম চরিত্র তাদের খুশি করতে পারে।”
তথ্যসূত্রঃ মুস্তাদরিক লিল হাকিম, কিতাবুল ইলম, হাদীস নং- ৪৩৫, ১/৩২৯।
▶১৯) হযরত সায়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ্ رضي الله عنه থেকে বর্ণিত, হুযুরে আকরাম নূরে মুজাসসাম (ﷺ) ইরশাদ করেন: “সর্বোত্তম সদকা হলাে, তুমি তােমার পাত্র থেকে পানি তােমার ভাইয়ের পাত্রে ঢেলে দাও আর তার সাথে হাসিমুখে সাক্ষাৎ করাে।”
তথ্যসূত্রঃ সুনানে তিরমিযী, কিতাবুল বিররে ওয়াস সিলাহ আন রাসূলাল্লাহ্ (ﷺ) হাদীস নং- ১৯৭৭, ৩/৩৯১।