জিজ্ঞাসা-৩৮: আমার একটা প্রশ্ন, বিবাহিতদের বৌয়ের দুধ স্বামীর মুখে দেয়া জায়েজ আছে কিনা?–নাম প্রকাশের ইচ্ছা নেই।
জবাব: জায়েয, তবে স্ত্রীর স্তনে যদি দুধ থাকে তাহলে স্বামীকে সর্তক থাকতে হবে, যেন দুধ মুখে না আসে, সে ক্ষেত্রে চোষন থেকে বিরত থাকা উচিত।(মাহমূদিয়া কাদিম ১২/৩১০, শামী ১/৩১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
মাওলানা উমায়ের কোব্বাদী