হাজীকে সাহায্য করা এবং রােযাদারকে ইফতার করানাের ফযীলত 

এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]

সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ


▶১৪৪... হযরত সায়্যিদুনা যায়েদ বিন খালিদ (رضي الله عنه) থেকে বর্ণিত, নবীয়ে আকরাম, নূরে মুজাসসাম (ﷺ) ইরশাদ করেন: “যে ব্যক্তি রােযাদারকে ইফতার করালাে কিংবা কোন মুজাহিদকে জিহাদে যাওয়ার পাথেয় ব্যবস্থা করে দিলাে, তবে সেও (রােযা ও জিহাদের) সাওয়াব পাবে এবং তাদের প্রতিদানেও কোনরূপ কমতি হবে না।” (আল মুসান্নিফ লি ইবনে আবী শেয়বা, কিতাবুজ জিহাদ, হাদীস নং- ২৫১, ৪/৫৯৯।)


▶১৪৫... হযরত সায়্যিদুনা জাবির (رضي الله عنه) থেকে বর্ণিত, নবী করীম, হুযুর পুরনূর (ﷺ) ইরশাদ করেন: “আল্লাহ তায়ালা একটি হজ্বের কারণে তিনজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন: 

(১) মৃত ব্যক্তি 

(২) তার পক্ষ থেকে হজ্ব পালনকারী এবং 

(৩) অসিয়ত পূরণকারী।” 

(সুনানে কুবরা লিল বায়হাকী কিতাবুল হজ্ব, হাদীস নং- ৯৮৫৫, ৫/২৯৩।)


▶১৪৬... হযরত সায়্যিদুনা সালমান ফারসী (رضي الله عنه) থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবীব (ﷺ) ইরশাদ করেন: “যে ব্যক্তি হালাল উপার্জন থেকে কোন রােযাদারকে ইফতার করায়, তবে ফিরিশতারা পুরাে রমযান মাস তার জন্য মাগফিরাতের দোয় করতে থাকে এবং শবে কদরে হযরত জিব্রাঈল আমীন (আঃ) সেই ব্যক্তির সাথে মুসাফাহা করবেন এবং যে ব্যক্তির সাথে হযরত জিব্রাঈল আমীন (আঃ) মুসাফাহা করেন তার অন্তর কোমল এবং চোখের পানি অধিক হয়ে যায়।” এক ব্যক্তি আর করলাে: “ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ! যদি কারাে এতটুকুও না থাকে, তবে?” ইরশাদ করলেন: “শুধু এক গ্রাস বা এক টুকরাে রুটি হলেও।” আরেকজন আরয করলাে: “ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! যদি কারাে নিকট তাও না থাকে, তবে?” ইরশাদ করলেন: “এক চুমুক দুধের লাচ্ছি হলেও।” আরেকজন ব্যক্তি আরয করলাে: “ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! যদি তাও না থাকে, তবে?” নবী করীম, রউফুর রহীম (ﷺ) ইরশাদ করলেন: “এক চুমুক পানি দিয়ে হলেও ইফতার করিয়ে দাও (তখনও এই সাওয়াব পাবে)।”

Top